কলকাতা, 15 নভেম্বর : সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখতে হাসপাতালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হাসপাতালে যাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমীও । পৌলমী জানিয়েছেন, হাসপাতাল থেকে চিকিৎসক তাঁকে ডেকে পাঠিয়েছেন ।
পরিস্থিতি অত্যন্ত সংকটজনক, হাসপাতালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে - মুখ্যমন্ত্রী
শনিবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ।
সৌমিত্র চট্টোপাধ্যায়
শনিবার রাতে অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক । যদিও, তাঁকে সুস্থ করে তোলার জন্য শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা । তবে, মিরাকল ছাড়া কোনও আশা দেখছেন না তাঁরা ।
ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা হাসপাতালে পৌঁছেছেন । রয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও ।
Last Updated : Nov 15, 2020, 12:19 PM IST