পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Tarun Majumdar: সংকট কাটেনি, তরুণ মজুমদারকে দেখতে হাসপাতালে মমতা - তরুণ মজুমদার

এখনও সংকট কাটেনি প্রবীণ চিত্র পরিচালক তরুণ মজুমদারের (Tarun Majumdar) ৷ তবে, তিনি স্থিতিশীল রয়েছেন ৷ বৃহস্পতিবার তাঁর খোঁজ নিতে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ আপাতত এসএসকেএম-এ চিকিৎসাধীন রয়েছেন পরিচালক ৷

Mamata Banerjee visit sskm to enquire Tarun Majumdar health condition
Tarun Majumdar: সঙ্কট না কাটলেও স্থিতিশীল তরুণ মজুমদার, হাসপাতালে মমতা

By

Published : Jun 23, 2022, 1:51 PM IST

Updated : Jun 23, 2022, 3:14 PM IST

কলকাতা, 23 জুন: এখনও সংকটে প্রখ্যাত চিত্র পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar) ৷ তবে, তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ বৃহস্পতিবার তাঁর স্বাস্থ্যের খবর নিতে এসএসকেএম-এ পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তবে, পরিচালকের কেবিনে যাননি তিনি ৷ বাইরে থেকেই তরুণবাবুর খবর নিয়ে ফিরে যান মমতা ৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধ পরিচালকের রক্তচাপ আপাতত নিয়ন্ত্রণে রয়েছে ৷ নলের মাধ্যমে তাঁকে খাওয়ানো হচ্ছে ৷ তবে, তাঁর শরীরে ক্রিয়েটিনিনের (Creatinine) পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে ৷ ফলে সারাক্ষণ আচ্ছন্ন ভাব রয়েছে ৷

আরও পড়ুন:Tarun Majumdar : ক্রমশ স্থিতিশীল হচ্ছেন তরুণ মজুমদার

এ দিনই তাঁর হিমোডায়ালিসিস (Hemodialysis) করানো হবে ৷ প্রসঙ্গত, কিডনি অকেজো হয়ে গেলে রোগীর শরীরে হিমোডায়ালিসিস প্রক্রিয়া প্রয়োগ করা হয় ৷ এই প্রক্রিয়ার মাধ্যমে রোগীর রক্ত কৃত্রিমভাবে পরিস্রুত করা হয় ৷

পরবর্তীতে হাসপাতাল সূত্রে জানা যায়, সময় মতো হিমোডায়ালিসিস শুরু করা হলেও গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেননি চিকিৎসকরা ৷ কারণ, হিমোডায়ালিসিসের ধকল সহ্য করার মতো অবস্থা ছিল না তরুণবাবুর ৷ তাই এ দিনের মতো বাকি প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ শুক্রবার ফের তাঁর হিমোডায়ালিসিস করা হতে পারে ৷ সূত্রের খবর, তরুণবাবু ইউরেমিক এনসেফ্যালোপ্যাথিতেও (Uremic Encephalopathy) আক্রান্ত ৷ কিডনির কর্মক্ষমতা নষ্ট হয়ে গেলেই এই সমস্যা তৈরি হয় ৷ অন্যদিকে, সিপিএম-এর তরফ থেকে জানানো হয়েছে, এ দিনই তরুণবাবুকে দেখতে হাসপাতালে প্রতিনিধি দল পাঠাবে তারা ৷

Last Updated : Jun 23, 2022, 3:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details