পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee : সুদীপ-জয়াকে দেখতে ফের এসএসকেএমে মমতা

পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের সাম্প্রতিক রিপোর্ট প্রসঙ্গে এদিন সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় ।

s
s

By

Published : Aug 12, 2021, 6:19 PM IST

Updated : Aug 12, 2021, 7:30 PM IST

কলকাতা, 12 অগাস্ট : ত্রিপুরায় আহত তৃণমূল যুবনেতা সুদীপ রাহা ও জয়া দত্তকে দেখতে বৃহস্পতিবার বিকেলে ফের এসএসকেএম হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এসএসকেএম চত্বরে দাঁড়িয়েই বিজেপি এবং কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন। বললেন, "ত্রিপুরাতে বদল হবে । বদল হবে দিল্লিতেও ৷"

এদিন তৃণমূল নেত্রীর সঙ্গে সুদীপ ও জয়াকে দেখতে হাসপাতালে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যুবনেতাদের দেখে বাইরে এসে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ত্রিপুরাতে আজকাল বর্বরদের রাজত্ব চলছে। তাই বিজেপিকে কারও ভোট দেওয়া উচিত নয় । কেন্দ্রীয় সরকার জবাব দিন ত্রিপুরায় কোথায় গেল জাতীয় মানবাধিকার কমিশন?"

এইসঙ্গে এদিন পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের সাম্প্রতিক রিপোর্ট প্রসঙ্গে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, "জাতীয় মানবাধিকার কমিশনের তরফে যাঁরা রাজ্যে এসেছিলেন, তাঁরা সবাই বিজেপির লোক। ত্রিপুরা বা অসমে কোথায় জাতীয় মানবাধিকার কমিশন? যেখানে এয়ারপোর্টে নামলেই জিজ্ঞাসা করে হচ্ছে, সে কোন দলের সমর্থক ৷"

আরও পড়ুন: TMC Protest : ত্রিপুরায় হামলার প্রতিবাদে গঙ্গা জলে দাঁড়িয়ে বিক্ষোভ তৃণমূল ছাত্র-যুবদের

সুদীপ রাহা এবং জয়া দত্তদের খবর নেওয়ার পাশাপাশি নির্বাচনের জখম হওয়া নিজের পায়ের স্ক্যান করান মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, "আমার পাটাও একটু দেখানোর ছিল। তাই এসেছিলাম ৷ একবার স্ক্যান করিয়ে নিলাম ৷"

Last Updated : Aug 12, 2021, 7:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details