কলকাতা, 2 নভেম্বর : চার বিধানসভা আসনের উপনির্বাচনে (West Bengal Bye Election) জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ এই জয়ের পর চার জয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘এই জয় মানুষের জয় ৷’’
দুই আসনে বিধায়কের মৃত্যু ও দুই আসনে বিধায়কের পদত্যাগের জেরে গত শনিবার উপনির্বাচন হয় ৷ আজ, মঙ্গলবার তারই ফল প্রকাশিত হল ৷ চার আসনেই জিতল তৃণমূল কংগ্রেস ৷ আর তার পরই টুইট করলেন মমতা ৷
আরও পড়ুন :Dinhata By Poll : দিনহাটায় লক্ষাধিক ভোটে জিতলেন তৃণমূলের উদয়ন
টুইটারে তিনি লিখেছেন, ‘‘এই জয় মানুষের জয় ৷ এতে প্রতিফলিত হল যে বাংলা বরাবর ঘৃণার রাজনীতি ও অপপ্রচারের বিরুদ্ধে একতা এবং উন্নয়নকেই বেছে নেয় ৷’’ পাশাপাশি মানুষের আশীর্বাদ নিয়ে বাংলাকে অনেক উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৷
প্রসঙ্গত, যে চার আসনে উপনির্বাচন হয়েছে, সেখানে তৃণমূল ও বিজেপির বিধায়ক সংখ্যা 2-2 ছিল ৷ গোসাবা ও খড়দহ তৃণমূলের দখলে ছিল ৷ আর বিজেপি (BJP) জিতেছিল দিনহাটা ও শান্তিপুর আসনে ৷ কিন্তু এবার সেই ফলাফল একেবারে উল্টে গেল ৷ তৃণমূলের দখলেই চলে গেল সবক’টি আসন ৷
আরও পড়ুন :Gosaba By-Poll : মার্জিন পাঁচগুণ বাড়িয়ে গোসাবা উপনির্বাচনে জয়ী তৃণমূল
এর ফলে বিধানসভায় বিধায়ক সংখ্যা বাড়ল তৃণমূলের ৷ আর 77 থেকে কমে সরকারিভাবে 75 হল বিজেপি ৷ আর তৃণমূলের হাতে এখন 217 জন বিধায়ক হল ৷ তবে বিজেপি থেকে তৃণমূলে চলে গিয়েছেন আরও পাঁচজন বিধায়ক ৷ ফলে খাতায় কলমে বিজেপির বিধায়ক এখন 77 হলেও আসলে গেরুয়া শিবিরে রইলেন আর মাত্র 70 জন বিধায়ক ৷