কলকাতা, 10 সেপ্টেম্বর : বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রতি বছর দু’বার দুয়ারে সরকার (Duare Sarkar) শিবির করবে তাঁর সরকার ৷ ভোটে জিতে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন মমতা ৷ গত 16 অগস্ট থেকে ফের চালু হয়েছে দুয়ারে সরকার শিবির ৷ এবার এখনও পর্যন্ত 3 কোটি মানুষ শিবিরে অংশগ্রহণ করেছেন ৷ বিভিন্ন সরকারি পরিষেবার সুবিধা নিয়েছেন ৷
এত মানুষকে এই শিবির থেকে সুবিধা দিতে পারায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার তিনি এই নিয়ে টুইট করেছেন ৷ এই সাফল্যের জন্য তিনি পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) আধিকারিকদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ৷ পাশাপাশি শিবিরে অংশগ্রহণ করার জন্য বাংলার মানুষকেও ধন্যবাদ দিয়েছেন ৷
আরও পড়ুন :CBI: ভোট পরবর্তী হিংসায় তৃতীয় চার্জশিট পেশ সিবিআইয়ের
এখানে উল্লেখ করা প্রয়োজন যে, দুয়ারে সরকার শিবির চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথমবার চালু হয় ৷ বিভিন্ন সরকারি পরিষেবা দিতে রাজ্যের বিভিন্ন এলাকায় শিবির করা হয় ৷ বাড়ির কাছের সেই শিবিরে গিয়েই মানুষ নিজেদের কাজ সেরে নিতে পেরেছেন ৷