কলকাতা, 2 অগস্ট:কয়েকটি বড় জেলাকে ভাগ করে আরও সাতটি জেলার সংখ্যা বাড়ছে রাজ্যে । সোমবার নবান্ন থেকে নতুন 7 জেলার নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই তালিকায় মুর্শিদাবাদ জেলাও আছে (history of Murshidabad)। তা নিয়ে সরব হয়েছেন বহরমপুরের কংগ্রেস সংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তাঁর অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদ জেলার ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছেন ।
সোমবার রাতে এক ভিডিয়ো বার্তায় অধীর (Adhir Chowdhury) বলেন, "মুর্শিদাবাদ জেলার নাম মুছে আপনি বাংলার ইতিহাসকে মুছে দেবার চেষ্টা করছেন দিদিমণি । এটা মুর্শিদাবাদ তথা বাংলার মানুষ কোনওদিন মেনে নেবে না । এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, যতদূর যেতে হয় আমরা যাব ।"
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মুর্শিদাবাদ জেলাকে ভাগ করে কান্দি ও বহরমপুর নতুন জেলা হবে । আর তা নিয়েই আপত্তি কংগ্রেস নেতা অধীর চৌধুরীর । তাঁর দাবি, মুর্শিদাবাদ জেলার ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ । ব্যবসায়িক ও অর্থনৈতিক দিক থেকে অনেকটাই উন্নত । সেই জেলাকে ভাগ করে ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী । যা তিনি করতে দেবেন না ।
আরও পড়ুন:রাজ্যে গঠিত হবে নতুন সাতটি জেলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অধীরের কথায়, "মুর্শিদাবাদ শুধু একটি জেলার নাম নয় । ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ভূখণ্ড । একটা সময় বাংলা, বিহার, ওড়িশার রাজধানী ছিল মুর্শিদাবাদ । লন্ডনের সঙ্গে এই জেলাকে তুলনা করেছিলেন লর্ড ক্লাইভ । একজনের বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজ উদ-দৌলাকে ব্রিটিশদের কাছে পরাজিত হতে হয়েছিল এই মুর্শিদাবাদের পলাশীর প্রান্তরে, 1757 সালে । মুর্শিদকুলি খাঁয়ের নামকে অনুসরণ করেই মুর্শিদাবাদ জেলার নামকরণ হয়েছিল ।" এ ভাবে ইতিহাসের অধ্যায় টেনে দেশ তথা বিশ্বের কাছে মুর্শিদাবাদের গুরুত্বকে তুলে ধরেন অধীর চৌধুরী । আর তাই রাজ্যের মুখ্যমন্ত্রী যত চেষ্টাই করুক না কেন, সেই মুর্শিদাবাদের গুরুত্ব তিনি কোনও ভাবেই নষ্ট হতে দেবেন না । একইসঙ্গে অধীরের বার্তা, তিনি জেলা ভাগের বিরুদ্ধে নন । প্রশাসনিক ভাবে সাধারণ মানুষের কাজ, সুযোগ সুবিধার জন্য জেলা ভাগ করলেও নাম বদলের তিনি বিরোধিতা করছেন । প্রয়োজনে উত্তর বা দক্ষিণ 24 পরগনার মতো উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম মুর্শিদাবাদ নামকরণেও তাঁর মত রয়েছে বলে জানিয়েছেন তিনি ৷