কলকাতা, 31 অগস্ট: পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) গ্রেফতারের পর থেকেই মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রাকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলি সেটিং নিয়ে সরব হয়েছিল । বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে এই সেটিং নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Trashes Setting Allegation)।
তিনি বলেন, "আমাকে সেটিংয়ের জন্য অনেকে বসে থাকে । আমি সেটিং করি না । কারণ এই কাজে ফিট নই । আমি সেটিং করতে পারলে 34 বছরে তো সেটিং করতে পারতাম । যখন কংগ্রেসে ছিলাম, সিপিএম তো মাথা থেকে পা মেরে ফাটিয়ে দিয়েছে । অতএব এ সব কথা আমাকে বলবেন না । আমি সেটিং করতে পারিনি বলেই আমার দেহের এমন কোনও জায়গা নেই যা ক্ষতবিক্ষত হয়নি ৷"
এ দিন মমতা (Mamata Banerjee) আরও বলেন, "মনে রাখবেন সমস্ত রাজনীতিবিদ খারাপ নন । সকলেই খারাপ হলে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষ আমরা পেতাম না । দেশবন্ধু চিত্তরঞ্জন বসুকে রাজনীতিতে পেতাম না । সব জায়গায় সবটা ভালো নাও হতে পারে ।"