কলকাতা, 13 সেপ্টেম্বর:বিজেপির নবান্ন অভিযানকে (BJP Nabanna Abhijan) 'মেগা ফ্লপ' বলল তৃণমূল কংগ্রেস (Mamata Reacts to Nabanna Abhijan)। মূল কর্মসূচির আগে বিরোধী দলনেতার গ্রেফতারিকেও প্রবলভাবে কটাক্ষ ছুড়ে দিল রাজ্যের শাসকদল । বিশেষ করে কর্মসূচি চলাকালীন মহিলা পুলিশ কর্মীকে লক্ষ্য করে বিরোধী দলনেতার বলা 'ডোন্ট টাচ মাই বডি' - এহেন বক্তব্যকে রীতিমতো শ্লেষাত্মক ভঙ্গিতে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । তিনি বলেন, রাজ্যের বিরোধী দলনেতা আলু ভাতে । প্রথম জীবনে বাবার দাক্ষিণ্যে এবং পরবর্তী সময় তৃণমূল নেত্রীর অনুকম্পায় রাজনীতি করেছেন । তাঁর আসল ক্ষমতা কতটুকু এ দিন প্রকাশ্যে এসে গিয়েছে ।
শুধু কুণাল ঘোষ নয়, এ দিন সোশ্যাল সাইট টুইটারে রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্যের ভিডিয়ো প্রকাশ করে তাঁকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । টুইটারে তিনি লিখেছেন, 'বিজেপির 56 ইঞ্চি ছাতির ঢাক ফেটে গিয়েছে । দিনের সেরা ঘোষণা: আমায় স্পর্শ করবেন না, আমি পুরুষ ।'
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্যের সঙ্গে সঙ্গতি রেখে রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এ দিন শুভেন্দুকে লক্ষ্য করে বলেছেন, এই প্রথম কোনও রাজনৈতিক নেতা প্রকাশ্যে জানান দিলেন যে তিনি পুরুষ । কতগুলো বাচ্চা বাচ্চা ছেলেকে পুলিশের সামনে ফেলে দিয়ে পালিয়ে গেলেন বিরোধী দলনেতা । ওঁর কোনও দম নেই । রাস্তায় বসে আন্দোলন করার ক্ষমতা নেই । জামার ইস্ত্রির ভাঁজ ভাঙেন না, তিনি কীভাবে রাজনীতি করবেন ?