কলকাতা, 27 সেপ্টেম্বর: একডালিয়া এভারগ্রিন (Durga Puja 2022) ক্লাবে গিয়ে সিবিআই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "সিবিআই অসম্মানিত করেছিল সুব্রতদাকে (Subrata Mukherjee)। সে জন্যই শেষ জীবনে তিনি খুব কষ্ট পেয়েছিলেন ।"
প্রসঙ্গত, সুব্রত মুখোপাধ্যায়কে ছাড়া এ বার প্রথম একডালিয়া এভারগ্রিন ক্লাবের দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে । সুব্রত মুখোপাধ্যায়ের অবর্তমানে তিনি যে এই জনপ্রিয় নেতার প্রাণের চেয়ে প্রিয় ক্লাবকে ভুলে যাননি তা আরও একবার মনে করিয়ে দেন মমতা । একইসঙ্গে সুব্রত মুখোপাধ্যায়কে সামনে রেখেই কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা নিয়ে আরও একবার সরব হলেন তিনি (Ekdalia Evergreen)।
এ দিন ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
মুখ্যমন্ত্রীর কথায়, "কেন্দ্রীয় এজেন্সি জেলে পাঠিয়েছিল সুব্রতদাকে । এই ঘটনায় অসম্মানিত বোধ করেছিলেন তিনি । ববিকে বলেছিলেন, আমাকে একটা বন্দুক দে আর দু'টো গুলি দে । একটা দিয়ে নিজেকে গুলি করব । আরেকটা দিয়ে যারা অসম্মান করেছে তাদের শেষ করব । বিশ্বাস কর, এই অপমান মেনে নিতে পারছি না ।"
এ দিন মুখ্যমন্ত্রী আরও বলেন, তাঁকে ববি অর্থাৎ ফিরহাদ হাকিম জানিয়েছেন যে, আলিপুর জেলে সুব্রত মুখোপাধ্যায় থাকার সময় বুকের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন, বমি করেছিলেন । তাঁকে হাসপাতালে ভর্তি হতে অনুরোধ করেছিলেন ববি । তবে তিনি ভর্তি হতে চাননি । বলেছিলেন, "মেনে নিতে পারছি না ।" তিনি শুধু নন, কোনও সুস্থ মানুষই এ ধরনের অপমান মেনে নিতে পারেন না । সুব্রতদার মতো এখনও আমাদের অনেককে অপমানিত হতে হচ্ছে । তাই সুব্রতদার মতো সকলেই অপমানিত বোধ করছেন ।" তারপরেই মুখ্যমন্ত্রী বলেন, তাঁর নামেও কেস করা হচ্ছে ।