পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata at Ekdalia Evergreen: একডালিয়া এভারগ্রিনে 'সুব্রতদা'কে সামনে রেখে কেন্দ্রীয় এজেন্সিকে তোপ মমতার - একডালিয়া এভারগ্রিন

একডালিয়া এভারগ্রিনে (Ekdalia Evergreen) সুব্রত মুখোপাধ্যায়কে (Subrata Mukherjee) সামনে রেখে কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

mamata
একডালিয়া এভারগ্রিনে 'সুব্রতদা'কে সামনে রেখে কেন্দ্রীয় এজেন্সিকে তোপ মমতার

By

Published : Sep 27, 2022, 7:20 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর: একডালিয়া এভারগ্রিন (Durga Puja 2022) ক্লাবে গিয়ে সিবিআই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "সিবিআই অসম্মানিত করেছিল সুব্রতদাকে (Subrata Mukherjee)। সে জন্যই শেষ জীবনে তিনি খুব কষ্ট পেয়েছিলেন ।"

প্রসঙ্গত, সুব্রত মুখোপাধ্যায়কে ছাড়া এ বার প্রথম একডালিয়া এভারগ্রিন ক্লাবের দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে । সুব্রত মুখোপাধ্যায়ের অবর্তমানে তিনি যে এই জনপ্রিয় নেতার প্রাণের চেয়ে প্রিয় ক্লাবকে ভুলে যাননি তা আরও একবার মনে করিয়ে দেন মমতা । একইসঙ্গে সুব্রত মুখোপাধ্যায়কে সামনে রেখেই কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা নিয়ে আরও একবার সরব হলেন তিনি (Ekdalia Evergreen)।

এ দিন ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

মুখ্যমন্ত্রীর কথায়, "কেন্দ্রীয় এজেন্সি জেলে পাঠিয়েছিল সুব্রতদাকে । এই ঘটনায় অসম্মানিত বোধ করেছিলেন তিনি । ববিকে বলেছিলেন, আমাকে একটা বন্দুক দে আর দু'টো গুলি দে । একটা দিয়ে নিজেকে গুলি করব । আরেকটা দিয়ে যারা অসম্মান করেছে তাদের শেষ করব । বিশ্বাস কর, এই অপমান মেনে নিতে পারছি না ।"

এ দিন মুখ্যমন্ত্রী আরও বলেন, তাঁকে ববি অর্থাৎ ফিরহাদ হাকিম জানিয়েছেন যে, আলিপুর জেলে সুব্রত মুখোপাধ্যায় থাকার সময় বুকের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন, বমি করেছিলেন । তাঁকে হাসপাতালে ভর্তি হতে অনুরোধ করেছিলেন ববি । তবে তিনি ভর্তি হতে চাননি । বলেছিলেন, "মেনে নিতে পারছি না ।" তিনি শুধু নন, কোনও সুস্থ মানুষই এ ধরনের অপমান মেনে নিতে পারেন না । সুব্রতদার মতো এখনও আমাদের অনেককে অপমানিত হতে হচ্ছে । তাই সুব্রতদার মতো সকলেই অপমানিত বোধ করছেন ।" তারপরেই মুখ্যমন্ত্রী বলেন, তাঁর নামেও কেস করা হচ্ছে ।

আরও পড়ুন:'প্রতিশোধের রাজনীতি করলে সিপিএমের অনেকই জেলে থাকত', তোপ মমতার, পালটা দিলেন সুজন

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, পুজোর সময় রাজনৈতিক আকচা-আকচি চান না তিনি । তবে মন খারাপের থেকেই সুব্রতদার কথাগুলি বলছেন । মুখ্যমন্ত্রীর কথায়, "পুজোর সময় রাজনৈতিক কোনও কথা বলব না । শুধু মায়ের কাছে প্রার্থনা করি, মা সকলের মঙ্গল করো ।" দেবীর কাছে তাঁর প্রার্থনা, সব দুষ্ট চক্রের চক্রান্তের বিনাশ ঘটাও ।

এ দিন একডালিয়া এভারগ্রিন প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, "যে মানুষটা পুজো নিয়ে বেঁচে থাকতেন, যে পুজো ছিল তাঁর প্রাণ, যে পুজো নিয়ে অন্তত একমাস ঝগড়া করতেন, 'তুই কবে ডেট দিবি ? আগে আমার ডেটটা কনফার্ম কর ।' সেই মানুষটা আজ নেই ! এত আন্তরিকতা ভাবা যায় না !"

মমতার কথায়, "ছোটবেলার পলিটিকসটা সুব্রতদার হাত দিয়ে করেছি । সকাল আটটার সময় চলে আসতাম । বৌদি সব জানেন । তারপর আলোচনা হত কোথায় যাব, মিছিল কোথায় হবে । আজ হয়তো সবই আছে । সব নিয়ম মেনেই করা হচ্ছে । শুধু সুব্রতদাই নেই ।" মুখ্যমন্ত্রী বলেন, "আজ আমার মনটা খুব খারাপ । কিছু বলতে ইচ্ছা করছে না । খুব মিস করছি সুব্রতদাকে ।"

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী তিনমাসের মধ্যেই সুব্রত উদ্যান করা হচ্ছে স্থায়ীভাবে ।

ABOUT THE AUTHOR

...view details