পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata North Bengal Visit: ফের উত্তরবঙ্গ সফরে মমতা, দেখা করবেন হড়পা বানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে ! - মমতা বন্দ্যোপাধ্যায়

ফের উত্তরবঙ্গ (Mamata North Bengal Visit) সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তিনি দেখা করতে পারেন জলপাইগুড়িতে হড়পা বানে (Flash Flood) ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে ৷

Mamata Banerjee to visit North Bengal, she may meet flash flood affected families today
ফের উত্তরবঙ্গ সফরে মমতা, দেখা করবেন হড়পা বানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে !

By

Published : Oct 17, 2022, 12:34 PM IST

Updated : Oct 17, 2022, 2:20 PM IST

কলকাতা, 17 অক্টোবর:দুর্গা পুজোর পর আজ উত্তরবঙ্গ (Mamata North Bengal Visit) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিন দিনের এই উত্তরবঙ্গ সফর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে । কারণ দুর্গা পুজোর বিসর্জনের সময় জলপাইগুড়িতে মাল নদীতে হড়পা বানে (Flash Flood) 8 জনের মৃত্যু হয়েছিল । এরপর এই নিয়ে কম রাজনৈতিক তরজা হয়নি । এখনও পর্যন্ত যে সূচি রয়েছে, তাতে আজ দুপুরে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন তিনি । সফরের প্রথম দিনেই তিনি যাবেন মালবাজারে হড়পা বানে নিহতদের আত্মীয়-পরিজনের সঙ্গে সাক্ষাৎ করতে ।

গত 5 অক্টোবর বিজয়া দশমীর দিন মালবাজারে মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের সময় আচমকা ধেয়ে আসে হড়পা বান । সেই ঘটনায় প্রাণ হারান 8 জন । সোমবার তাঁদের আত্মীয় পরিজনদের সঙ্গেই দেখা করবেন মমতা । সঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শনেও যেতে পারেন তিনি । এ বছর বিসর্জন কার্নিভালের সময় মুখ্যমন্ত্রীর না যাওয়াটাকেই ইস্যু করেছিল বিরোধীরা । আর তাই উত্তরবঙ্গে পা রেখেই সবার আগে মাল নদীতে বিসর্জনের সময় ঘটা দুর্ঘটনায় দুর্গত মানুষদের সঙ্গে দেখা করবেন মমতা । একইসঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শনেও যেতে পারেন তিনি ।

আরও পড়ুন:হড়পা বানের হাত থেকে শিশুকে বাঁচালেন যুবক

আজ বিকেলে হাসিমারা এয়ারফোর্স স্টেশনে নেমে হেলিকপ্টারে তিনি চলে যাবেন বড়দিঘি স্কুলের মাঠে । সেখান থেকে সড়কপথে তেসিমলায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক দুলাল দাসের ফার্ম হাউজে রাত্রিযাপন করবেন মুখ্যমন্ত্রী । আগামিকাল সকালে তেসিমলা থেকে সড়কপথে মুখ্যমন্ত্রী মালবাজার আদর্শ বিদ্যাভবনের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন বলে সুত্রের খবর । যদিও জলপাইগুড়ির জেলাশাসক জানিয়েছেন সরকারিভাবে তাঁর কাছে মুখ্যমন্ত্রীর কোনও সরকারি সফরসূচি এসে পৌঁছয়নি ।

আগামিকাল মুখ্যমন্ত্রী আদর্শ বিদ্যাভবনের মাঠে তৈরি হেলিপ্যাড থেকে উড়ে যাবেন শিলিগুড়িতে । সেখান থেকে উত্তরকন্যায় যাবেন তিনি । সেখানেই রাত্রিযাপন করবেন । আগামিকাল উত্তরকন্যায় রাত্রিযাপন করে পরের দিন উত্তরবঙ্গের বিভিন্ন ক্লাবগুলোকে নিয়ে কাওয়াখালিতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন । তার পরের দিনে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি রওনা দেবেন কলকাতার উদ্দেশে ।

মুখ্যমন্ত্রীর সফরকালে ডেঙ্গি নিয়ে বিরোধী দল বিক্ষোভ দেখাতে পারে, তাই উত্তরবঙ্গের জেলাগুলিকে ডেঙ্গি মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেই তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে । একইসঙ্গে এই সময়ে কী কী উন্নয়নের কাজ সরকার করেছে, তার তথ্যও প্রস্তুত রাখতে বলা হয়েছে ।

Last Updated : Oct 17, 2022, 2:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details