কলকাতা, 17 অক্টোবর:দুর্গা পুজোর পর আজ উত্তরবঙ্গ (Mamata North Bengal Visit) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিন দিনের এই উত্তরবঙ্গ সফর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে । কারণ দুর্গা পুজোর বিসর্জনের সময় জলপাইগুড়িতে মাল নদীতে হড়পা বানে (Flash Flood) 8 জনের মৃত্যু হয়েছিল । এরপর এই নিয়ে কম রাজনৈতিক তরজা হয়নি । এখনও পর্যন্ত যে সূচি রয়েছে, তাতে আজ দুপুরে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন তিনি । সফরের প্রথম দিনেই তিনি যাবেন মালবাজারে হড়পা বানে নিহতদের আত্মীয়-পরিজনের সঙ্গে সাক্ষাৎ করতে ।
গত 5 অক্টোবর বিজয়া দশমীর দিন মালবাজারে মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের সময় আচমকা ধেয়ে আসে হড়পা বান । সেই ঘটনায় প্রাণ হারান 8 জন । সোমবার তাঁদের আত্মীয় পরিজনদের সঙ্গেই দেখা করবেন মমতা । সঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শনেও যেতে পারেন তিনি । এ বছর বিসর্জন কার্নিভালের সময় মুখ্যমন্ত্রীর না যাওয়াটাকেই ইস্যু করেছিল বিরোধীরা । আর তাই উত্তরবঙ্গে পা রেখেই সবার আগে মাল নদীতে বিসর্জনের সময় ঘটা দুর্ঘটনায় দুর্গত মানুষদের সঙ্গে দেখা করবেন মমতা । একইসঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শনেও যেতে পারেন তিনি ।
আরও পড়ুন:হড়পা বানের হাত থেকে শিশুকে বাঁচালেন যুবক