কলকাতা, 4 ফেব্রুয়ারি: রাত পোহালেই রাজ্য বাজেট। আগামিকাল বিধানসভায় পেশ হতে চলেছে আগামী তিন মাসের আয় ব্যয়ের হিসাব। চলতি বছর নির্বাচন থাকায় ভোট অন একাউন্ট হবে। পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে না বিধানসভায়। পরবর্তী সরকার ক্ষমতায় এসে চলতি বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে।
অর্থমন্ত্রী অমিত মিত্র চিকিৎসকদের পরামর্শ মেনেই বাড়ি থেকে বের হচ্ছেন না। তাই আগামিকাল বিধানসভায় বাজেট পড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বিধানসভার সংবিধান অনুযায়ী বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে অধ্যক্ষের কাছ থেকে বাজেট পড়ার অনুমতি চাইবেন মুখ্যমন্ত্রী। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আগামিকাল সিদ্ধান্ত নেবেন কে পড়বেন বাজেট। যদিও সূত্রের খবর, বাজেট বিধানসভায় কে পড়বেন, তা সম্পূর্ণভাবে অধ্যক্ষের নিয়ন্ত্রণাধীন। এ বিষয়ে কারও কিছু বলার নেই। ইতিমধ্যেই অধ্যক্ষের তরফ থেকে রাজ্যপালের কাছে আবেদন জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে দিয়ে বাজেট পড়ানোর জন্য। রাজভবন সূত্রের খবর, রাজ্যপাল সায় দিয়েছেন, অতএব বাজেট পড়বেন মুখ্যমন্ত্রী স্বয়ং।
অর্থমন্ত্রী অমিত মিত্রও রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর উপদেশে চিঠি লিখে চলতি বছরের বাজেট পড়া থেকে অব্যাহতি চেয়েছেন। যদিও রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বাজেট পড়ার বিষয়টি নজিরবিহীন। আগামী তিন মাস খরচের অনুমোদনের জন্য এই বাজেট পেশ করা হয়। কোনওরকম প্রকল্প ঘোষণা করলেও, তা বাস্তবায়নের সুযোগ খুব কম থাকে। তাহলে আগামিকাল কেন মুখ্যমন্ত্রী বাজেট পড়তে চাইছেন? যতই জল্পনা থাকুক, মূল বিষয় অর্থমন্ত্রী অমিত মিত্র শারীরিক কারণে কোরোনার সংক্রমণ আতঙ্কে গৃহবন্দি রয়েছেন। বাড়ির বাইরে তিনি বেরোতে চাইছেন না। এই অবস্থায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করলেই যে কোনও ক্যাবিনেট মন্ত্রীকে দিয়ে বাজেট পড়াতে পারেন। অর্থমন্ত্রী অসুস্থ থাকায় মুখ্যমন্ত্রী আগামিকালের বাজেট পড়বেন বলে সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুুন:এই বাজেট জনগণের, সরকারের ও দরকারের : মুখ্যমন্ত্রী
জল্পনা তুঙ্গে মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে নতুন কোনও চমক দেবেন রাজ্য বাজেটের মাধ্যমে। যদিও সেই চমক আদৌ বাস্তবায়িত করা যাবে না। কারণ কয়েকদিনের মধ্যেই এ রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য মুখ্যমন্ত্রীর বাজেটে কী ঘোষণা থাকে সে দিকে বিরোধীদের নজর থাকছে।