কলকাতা, 29 জুলাই: নিয়োগ দুর্নীতি মামলায় সরগরম রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গ্রেফতার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বিশ্বস্ত সেনানী পার্থ চট্টোপাধ্যায়কে। পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পার্থকে মন্ত্রিসভার সমস্ত পদ থেকে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরালেও তাঁকে নিয়ে অস্বস্তি এত সহজে মিটে যাওয়ার নয়। এমতাবস্থায় দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিকঠাক থাকলে অগস্টের প্রথম সপ্তাহেই নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে রাজধানী যাচ্ছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee to join Niti Ayog Meeting in New Delhi next month)।
সংসদের অধিবেশন চলাকালীন সাধারণত দিল্লিতে যান মমতা। এই মুহূর্তে দিল্লিতে বাদল অধিবেশন চলছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের নেতাও বটে। পার্লামেন্ট চলাকালীন একদিকে যেমন নীতি আয়োগের বৈঠকের পাশাপাশি অন্যান্য কাজও সেরে নিতে চান তিনি। এই সফরেই রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এখনও পর্যন্ত যা সফরসূচি সম্পর্কে জানা গিয়েছে তাতে আগামী 4 অগস্ট, বৃহস্পতিবার দুপুরের বিমানে দিল্লি যাওয়ার কথা মমতার। আগামী 7 অগস্ট নীতি আয়োগের বৈঠক রয়েছে, ওই বৈঠক সম্পন্ন করেই রাজ্যে ফিরবেন বাংলার মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে 8 অগস্ট আবার রাজ্যে ফিরে আসতে পারেন মমতা। নবান্ন সূত্রে খবর, নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণের পর যেহেতু তাঁর সঙ্গে এখনও দেখা করেননি তৃণমূল নেত্রী, এক্ষেত্রে তাঁর সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন তৃণমূল সুপ্রিমো।