কলকাতা, 27 জুলাই:রাজ্যের শিল্পমন্ত্রী যখন ইডির হেফাজতে প্রশ্নবাণের মুখোমুখি, ঠিক তখনই রাজ্যের শিল্প মানচিত্রে একটা নতুন মাইলস্টোন যোগ হতে চলেছে । আজ দুপুরে হুগলির উত্তর পাড়ায় হিন্দমোটরের জমিতেই টিটাগড় ওয়াগান ফ্যাক্টরির উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এখনও পর্যন্ত যা খবর, ওই মঞ্চ থেকেই পলতায় হেলিকপ্টার তৈরির ফ্যাক্টরিও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী । একটা সময় উত্তরপাড়ার হিন্দমোটরের এই কারখানা ছিল বাংলার গর্ব (Titagarh Wagon Factory Inauguration)।
প্রসঙ্গত, পুনে মেট্রো আগামী দিনে দেশের সবচেয়ে আধুনিক মেট্রো হতে চলেছে । আর এই আধুনিকতম মেট্রোটি বানানোর দায়িত্ব পেয়েছে বাংলা । বাংলার শিল্প সংস্থা টিটাগড় ওয়াগন বানাবে পুনে মেট্রোর কোচ । যা উত্তর পাড়ার এই কারখানা থেকে বানানো হবে । আজ উদ্বোধনের পর থেকেই শুরু হবে এর কাজ । সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ইতালিয়ান প্রযুক্তির সঙ্গে ভারতীয় প্রযুক্তির মেলবন্ধনে প্রথম রেল বানানো শুরু হতে চলেছে এখানেই । এ ছাড়া অত্যাধুনিক এই কোচ ফ্যাক্টরিতে তৈরি হবে মালগাড়ির কোচও । ইতালীয় এক সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই কারখানা শুধু রাজ্য নয়, দেশের জন্য গর্ব হতে চলেছে । কাজেই আজ এই কর্মসূচির দিকে রাজ্যবাসীর নজর থাকবে ।