কলকাতা, 2 মে:জন্ম-মৃত্যু শংসাপত্রের জন্য আর পৌরসভায় বা পঞ্চায়েতে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হবে না । এ বার সরাসরি অনলাইনেই মিলবে জন্ম ও মৃত্যুর শংসাপত্র । এর জন্য নতুন পোর্টাল নিয়ে আসছে রাজ্য সরকার (New portal of birth and death certificate)। আগামী 5 মে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠান রয়েছে । সেই অনুষ্ঠান থেকেই এই পোর্টাল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee to inaugurate new portal)।
যতদূর জানা গিয়েছে, রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে নতুন এই প্রোফাইল তৈরি করা হয়েছে । পরীক্ষামূলক ভাবে প্রথমে করোনাকালে পাইলট প্রজেক্ট হিসাবে এই পোর্টাল থেকে হাওড়া এবং মালদা জেলায় চালু করা হয়েছিল । এই পাইলট প্রজেক্টের সাফল্যের পর এ বার পুরো রাজ্যের মানুষের জন্য চালু করা হবে এই পোর্টাল ।
জন্ম ও মৃত্যুর শংসাপত্র নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই ৷ আর সেই জায়গা থেকে বহুদিন ধরেই একটা সেন্ট্রালাইজড পোর্টালের দাবি উঠেছিল । বিশেষ করে বহু ক্ষেত্রে এই জন্ম মৃত্যুর সার্টিফিকেট দিতে গিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল পৌর কর্মী বা পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে । এই অবস্থায় সেন্ট্রালাইজড পোর্টাল চালু হলে এই বিষয়েও স্বচ্ছতা বাড়বে ।