পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Reaction on Sandhya Mukherjee Demise : সন্ধ্যা মুখোপাধ্যায়ও ভারতরত্ন, গীতশ্রীর প্রয়াণে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর - সন্ধ্য়া মুখোপাধ্যায়ও ভারতরত্ন

মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত হয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee Passes Away) ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) জানান, আগামিকাল বুধবার বেলা 12টার সময় রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে মৃতদেহ ৷ বিকেল 5টা পর্যন্ত সেখানে মরদেহ রাখা থাকবে অনুরাগীদের শ্রদ্ধা জানানোর জন্য ৷

mamata banerjee thinks sandhya mukherjee is also a bharat ratna
Mamata Reaction on Sandhya Mukherjee Demise : সন্ধ্য়া মুখোপাধ্যায়ও ভারতরত্ন, গীতশ্রীর প্রয়াণে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

By

Published : Feb 15, 2022, 8:47 PM IST

Updated : Feb 15, 2022, 9:32 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি : সন্ধ্যা মুখোপাধ্যায়ও ভারতরত্ন ৷ বাংলা সঙ্গীত জগতের এই কিংবদন্তির প্রয়াণের পর সংবাদমাধ্যমকে এই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee thinks sandhya mukherjee is also a bharat ratna) ৷

সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করতে এখন উত্তরবঙ্গের কোচবিহারে রয়েছেন মুখ্যমন্ত্রী (Bengal CM Mamata Banerjee) ৷ সেখান থেকেই তিনি সংবাদমাধ্যমকে জানান, এই খবর পেয়ে তিনি শোকাহত ৷ আরও ভালো চিকিৎসার ব্যবস্থা করছিল রাজ্য সরকার ৷ কিন্তু সব প্রচেষ্টা বিফলে গেল ৷

উত্তরবঙ্গ সফর থেকে মুখ্যমন্ত্রীর আগামী পরশু, বৃহস্পতিবার ফেরার কথা ছিল ৷ কিন্তু তিনি জানিয়েছেন যে কোচবিহারের অনুষ্ঠান সেরে আগামিকাল বিকেলের মধ্যে কলকাতায় ফেরার চেষ্টা করবেন ৷

একই সঙ্গে তিনি জানান, মঙ্গলবার রাতে পিস ওয়ার্ল্ডে রাখা থাকবে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ (Sandhya Mukherjee Passes Away) ৷ আগামিকাল, বুধবার বেলা 12টার সময় রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে মৃতদেহ ৷ বিকেল 5টা পর্যন্ত সেখানে মরদেহ রাখা থাকবে অনুরাগীদের শ্রদ্ধা জানানোর জন্য ৷ তার পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিয়ে শেষশ্রদ্ধা জানাবে রাজ্য সরকার ৷

কয়েকদিন আগে ভারতরত্ন লতা মঙ্গেশকর প্রয়াত হয়েছেন ৷ তার পর চলে গেলেন বাংলা সঙ্গীতজগতের কিংবদন্তি সন্ধ্যা মুখোপাধ্যায় ৷ এই দুই শিল্পীর মধ্যে সম্পর্কও ভালো ছিল বলেও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান ৷ তখনই তিনি বলেন, ‘‘আমি মনে করি সন্ধ্যা মুখোপাধ্যায়ও ভারতরত্ন ৷’’

গীতশ্রী'র প্রয়াণে টুইটারে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর বিখ্যাত গান 'আমাদের ছুটি ছুটি...' রাজ্যপাল লেখেন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে বিশ্বের সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি হল ৷ পাশাপাশি মুক্তি যুদ্ধের তাঁর সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদানের কথা উল্লেখ করেছেন ধনকড় ৷

আরও পড়ুন :Sandhya Mukhopadhyay Passes away : প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

Last Updated : Feb 15, 2022, 9:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details