পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Thanks UNESCO: টুইটে ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে দুর্গাপুজোর ঢাকে কাঠি মমতার

বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার জন্য টুইট (Mamata Banerjee Tweet) করে ইউনেস্কোকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Thanks UNESCO)৷

Mamata Banerjee thanks UNESCO for recognising Durga Puja as an intangible cultural heritage
টুইটে ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে দুর্গাপুজোর ঢাকে কাঠি মমতার

By

Published : Sep 1, 2022, 11:48 AM IST

Updated : Sep 1, 2022, 12:19 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর: ঘোষণা আগেই করেছিলেন ৷ সেই মতো আজ সাতসকালে টুইট (Mamata Banerjee Tweet) করে এক মাস আগেই রাজ্যে দুর্গাপুজোর ঢাকের বাদ্যি বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Thanks UNESCO)৷ বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার জন্য ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ শহরে বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়েছে ৷ তার আগে টুইট করে ইউনেস্কোকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী ৷

আজ সকালে টুইট করে মমতা লিখেছেন, "দুর্গাপুজো একটি আবেগ, যা সংকীর্ণ বাধার ঊর্ধ্বে উঠে আমাদের একত্রিত করে ৷ এর দ্বারা আধ্যাত্মিকতার সঙ্গে শিল্পের মহিমার মেলবন্ধন ঘটে ৷ দুর্গাপুজোকে সাংস্কৃতিক হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য এবং প্রত্যেকের ভালোবাসা ও শ্রমকে সম্মান দেওয়ার জন্য ইউনেস্কোকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ৷"

বাংলার দুর্গাপুজোকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো ৷ এই স্বীকৃতিকে উদযাপন করছে রাজ্য সরকার ৷ গতকাল নবান্নে সাংবাদিক সম্মেলন করে মমতা জানিয়েছেন, "আমরা এ বার একমাস আগেই পুজো শুরু করব ৷ বৃহস্পতিবার আমরা ইউনেস্কোকে ধন্যবাদ জানাব ৷ কবিগুরুর স্মৃতিবিজড়িত জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে পদযাত্রা শুরু হবে ৷ সাতটা ওয়ার্ড ঘুরে সেই পদযাত্রা শেষ হবে রেড রোডে ৷ সেখানে সকলের বসার ব্যবস্থা থাকবে ৷ যাঁরা হাঁটতে পারবেন, তাঁরা মিছিলে আসবেন ৷ আর যাঁরা পারবেন না, তাঁরা রেড রোডে এসে অনুষ্ঠানে সামিল হতে পারেন ৷ তবে, সকলে আসবেন ৷ জাতি, ধর্ম, মতাদর্শ ভুলে সকলে এই উৎসবে সামিল হবেন ৷ এটাই আমার আবেদন ৷ সকলকে হয়তো ব্যক্তিগতভাবে ডাকা সম্ভব হয়নি ৷ তার জন্য কেউ কষ্ট পাবেন না ৷"

আরও পড়ুন:একমাস আগেই পুজোর ঢাকে কাঠি, ইউনেস্কোকে ধন্যবাদ জানাতেই সিদ্ধান্ত

বৃহস্পতিবার পদযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ নামানো হয়েছে ৷ অন্য়ান্য দিনের তুলনায় ট্রাফিক পুলিশের কনস্টেবল এবং সার্জেন্টরাও রাস্তায় অধিক পরিমাণে রয়েছেন ৷ লালবাজার সূত্রে খবর, বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ মধ্য কলকাতার ভূপেন বোস অ্য়াভিনিউ, জেএম অ্যাভিনিউ, সিআর অ্যাভিনিউ, বিবেকানন্দ রোড, কেকে টেগর স্ট্রিট, এমজি রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, লেনিন সরনি, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, হসপিটাল রোড, খিদিরপুর রোড-সহ বিস্তীর্ণ এলাকায় গাড়ি পার্ক করা যাবে না ৷

Last Updated : Sep 1, 2022, 12:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details