পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee: জল জীবন মিশনে দুর্দান্ত রাজ্য, কেন্দ্রের সম্মানে উচ্ছ্বসিত মমতা

গত কয়েক বছরে একশো দিনের প্রকল্পে বিভিন্ন ক্য়াটাগরিতে কেন্দ্রীয় সরকারের দেওয়া মাপকাঠিতে সেরা হয়েছে পশ্চিমবঙ্গ ৷ একবার নয়, একাধিকবার এই পুরস্কার পেয়েছে বাংলা ৷ অন্যান্য প্রকল্পের ক্ষেত্রেও পুরস্কার এসেছে বাংলার মুকুটে (Mamata Banerjee thanks Centre) ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 27, 2022, 10:14 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর : ফের বাজিমাত রাজ্যের ৷ এবার জল জীবন মিশনে মিলল কেন্দ্রের বাহবা ৷ কেন্দ্রের এই প্রকল্পে কোয়ান্টিটি বা পরিমাণ বিষয়ে ভালো কাজ করেছে পশ্চিমবঙ্গ ৷ ফলে রাজ্যকে সংবর্ধিত করা হবে জল শক্তি মন্ত্রণালয়ের তরফ থেকে ৷ মঙ্গলবার সন্ধ্যায় টুইট করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

এদিন টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে জল জীবন মিশনের অধীনে কোয়ান্টিটি প্যারামিটারে অনুকরণীয় পারফরম্যান্সের জন্য পশ্চিমবঙ্গকে সংবর্ধনার জন্য নির্বাচিত করা হয়েছে ।আমি জল শক্তি মন্ত্রণালয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই (Mamata Banerjee thanks Centre) ৷"

খানিক পরেই আরেকটি টুইট করেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ মমতা লেখেন, "এই পুরস্কার জনসাধারণের সেবায় নিয়োজিতদের অধ্যবসায় এবং আমাদের প্রতিশ্রুতির একটি প্রমাণ ।জনগণের স্বার্থে আমরা সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রের সেবা করে যাব । বাংলাই পথ দেখাবে !"

আরও পড়ুন: স্বনির্ভর গোষ্ঠী তৈরিতে দেশের সেরা বাংলা, টুইটে জানালেন মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, গত কয়েক বছরে একশো দিনের প্রকল্পে বিভিন্ন ক্য়াটাগরিতে কেন্দ্রীয় সরকারের দেওয়া মাপকাঠিতে সেরা হয়েছে পশ্চিমবঙ্গ ৷ একবার নয়, একাধিকবার এই পুরস্কার পেয়েছে বাংলা ৷ অন্যান্য প্রকল্পের ক্ষেত্রেও পুরস্কার এসেছে বাংলার মুকুটে ৷

ABOUT THE AUTHOR

...view details