কলকাতা, 20 জুন : নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) নিয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Bengal Minister Partha Chatterjee) পাশে দাঁড়িয়ে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতার কড়া সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ।
সম্প্রতি শিক্ষক নিয়োগ সংক্রান্ত একের পর এক মামলা এবং তদন্তে উঠে আসছে বিস্ফোরক তথ্য । ইতিমধ্যে একাধিক শিক্ষক নিয়োগের মামলার তদন্তভার গিয়েছে সিবিআই-এর হাতে । রাজ্যের বিরোধী দলগুলি এই ঘটনায় ক্রমাগত আঙুল তুলেছে সরকারের দিকে । সিবিআই তদন্তের মুখে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীও ।
এই অবস্থায় সোমবার বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘আমি কারও চাকরি নেওয়ার পক্ষে নই । পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করে অনেকেই লাফাচ্ছে । বিজেপির এমপি-এমএলরা-ও তাহলে ছাড় পাবেন না । দাদামণি বলছে, 17 হাজার লোকের চাকরি খাবে । রাজ্য শিক্ষা দফতর লাখখানেক চাকরি দিয়েছে । এর মধ্যে 50-100টা কেস ভুল হতেই পারে। আইনে এই ভুল শুধরে নেওয়ার কথা বলা হয়েছে । মূলত, এই কথা ভেবেই 5000-চাকরিপ্রার্থীকে নিয়োগের মানবিক সিদ্ধান্ত নিয়েছে সরকার ।’’
এরপরই বিজেপিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী । মমতার কথায়, ‘‘কাজ করতে গেলে ভুল হয়, ভুল সংশোধনের সুযোগ দিতে হবে । সংশোধনের জন্য সাড়ে 5 হাজার পদ সৃষ্টি করেছি । বড় বড় কথা, সিবিআই-ইডি-র ভয় দেখাচ্ছেন । এটা ত্রিপুরা নয় যে, 10 হাজার চাকরি খেয়ে নিয়েছে । আমরা কারও চাকরি খাই না, চাকরি দিই । তোমরা কোর্টে গিয়ে চাকরি খাও, চাকরি দাও না ।’’