পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Slams Suvendu : দাদামণি বলছে 17 হাজার লোকের চাকরি খাবে, শুভেন্দুকে আক্রমণ মমতার

এসএসসি নিয়োগ মামলায় (SSC Recruitment Scam) সিবিআইয়ের জেরার মুখে পড়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee) ৷ এই নিয়ে সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) সতীর্থর পাশে দাঁড়িয়েছেন ৷ একই সঙ্গে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷

mamata-banerjee-slams-suvendu-adhikari-on-ssc-recruitment-scam
Mamata Slams Suvendu : এসএসসি নিয়োগ মামলায় পার্থর পাশে দাঁড়িয়ে শুভেন্দুকে আক্রমণ মমতার

By

Published : Jun 20, 2022, 7:17 PM IST

কলকাতা, 20 জুন : নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) নিয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Bengal Minister Partha Chatterjee) পাশে দাঁড়িয়ে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতার কড়া সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ।

সম্প্রতি শিক্ষক নিয়োগ সংক্রান্ত একের পর এক মামলা এবং তদন্তে উঠে আসছে বিস্ফোরক তথ্য । ইতিমধ্যে একাধিক শিক্ষক নিয়োগের মামলার তদন্তভার গিয়েছে সিবিআই-এর হাতে । রাজ্যের বিরোধী দলগুলি এই ঘটনায় ক্রমাগত আঙুল তুলেছে সরকারের দিকে । সিবিআই তদন্তের মুখে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীও ।

এই অবস্থায় সোমবার বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘আমি কারও চাকরি নেওয়ার পক্ষে নই । পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করে অনেকেই লাফাচ্ছে । বিজেপির এমপি-এমএলরা-ও তাহলে ছাড় পাবেন না । দাদামণি বলছে, 17 হাজার লোকের চাকরি খাবে । রাজ্য শিক্ষা দফতর লাখখানেক চাকরি দিয়েছে । এর মধ্যে 50-100টা কেস ভুল হতেই পারে। আইনে এই ভুল শুধরে নেওয়ার কথা বলা হয়েছে । মূলত, এই কথা ভেবেই 5000-চাকরিপ্রার্থীকে নিয়োগের মানবিক সিদ্ধান্ত নিয়েছে সরকার ।’’

এরপরই বিজেপিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী । মমতার কথায়, ‘‘কাজ করতে গেলে ভুল হয়, ভুল সংশোধনের সুযোগ দিতে হবে । সংশোধনের জন্য সাড়ে 5 হাজার পদ সৃষ্টি করেছি । বড় বড় কথা, সিবিআই-ইডি-র ভয় দেখাচ্ছেন । এটা ত্রিপুরা নয় যে, 10 হাজার চাকরি খেয়ে নিয়েছে । আমরা কারও চাকরি খাই না, চাকরি দিই । তোমরা কোর্টে গিয়ে চাকরি খাও, চাকরি দাও না ।’’

এরপরই পরোক্ষে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘‘দাদামণি বলছেন 17 হাজারের চাকরি খাবেন । এই ছেলেগুলোর চাকরি চলে গেলে, দাদামণি যাঁদের চাকরি দিয়েছেন তাদের কী হবে ? পুরুলিয়া, মেদিনীপুরে চাকরি নিয়ে গিয়েছিল ।’’ এখানেই থেমে না থেকে তিনি বলেন, ‘‘সরকারে থেকেও খাবেন, বিজেপিতেও করে খাবেন ?’’ বিজেপি বিধায়কদের উদ্দেশে মমতা বলেন, ‘‘17 হাজার লোকের চাকরি চলে গেলে, আপনাদের বাড়িতে পাঠাব ।’’

মমতার মন্তব্যের পালটা জবাব দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) । তাঁর বক্তব্য, ‘‘এই কথা প্রমাণ করে দিতে পারলে, রাজনীতি থেকে অবসর নেবেন তিনি ।’’ শুভেন্দু দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন, যে সময় তিনি তৃণমূলে ছিলেন-চাকরি, ট্রান্সফার দূর তিনি নিজের বিধানসভা কেন্দ্রের কোনও স্কুলের ব্ল্যাকবোর্ডও চাননি ।

17 হাজারের চাকরি যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সকলের চাকরি যাবে কেন ? পরীক্ষা যারা দেয়নি বা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তাদের চাকরিই বাতিল হচ্ছে । যারা পাস করেছে তাদের বাতিল কেন হবে ?’’ এই প্রসঙ্গে তুলে আনেন পরেশ অধিকারীর কন্যার চাকরি পাওয়ার কথা । এদিন চাকরি যাওয়া 17 হাজারের বিজেপি নেতাদের বাড়িতে ধরনার কথা বলেছেন মুখ্যমন্ত্রী । পালটা শুভেন্দু অধিকারীর হুমকি, ‘‘ন্যায্য চাকরিপ্রার্থীরা তাহলে মমতার বাড়িতে গিয়ে ধরনা দেবেন ।’’

আরও পড়ুন :Mamata Slams BJP : অগ্নিবীর নিয়োগের নামে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি, অভিযোগ মমতার

ABOUT THE AUTHOR

...view details