কলকাতা, 31 অগস্ট: ভাইরাল ভিডিয়ো (Viral Video) কাণ্ডের জেরে এবার স্বয়ং দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছ থেকে ধমক খেতে হল রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতকে (Srikanta Mahata) ৷ সূত্রের দাবি, বুধবার মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) তাঁকে কড়া ভাষায় সতর্ক করেছেন ৷ একজন মন্ত্রী হয়েও কীভাবে প্রকাশ্যে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করলেন তিনি, সেই প্রশ্ন তুলেছেন মমতা ৷ একইসঙ্গে, যে বিধায়কের নামে শ্রীকান্ত দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, তাঁর কাছে তাঁকে ক্ষমা চাওয়ারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷
প্রসঙ্গত, বুধবার ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক (State Cabinet Meeting) ৷ সেই বৈঠকে শ্রীকান্ত মাহাতরও আসার কথা ছিল ৷ তৃণমূল সূত্রে আগেই জল্পনা ছিল যে শ্রীকান্তকে ভাইরাল ভিডিয়ো নিয়ে কোনও কথা বলতে পারেন মমতা ৷ এ নিয়ে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি রাজ্য রাজনীতিতেও যথেষ্ট আগ্রহ ছিল ৷ বস্তুত, এদিন সকাল থেকেই এ নিয়ে জল্পনা শুরু হয় ৷ অনেকের আশংকা ছিল, ভাইরাল ভিডিয়ো কাণ্ডের জেরে দফতর হারাতে পারেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত ৷ এমনকী, চারদিকে এমনটাও চাউর হয়ে যায় যে ইতিমধ্যেই নাকি তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে ! যদিও শ্রীকান্ত মাহাত নিজে জানিয়েছিলেন, কলকাতায় আসার সময় নিজে থেকেই একজন নিরাপত্তা আধিকারিককে সঙ্গে নিয়ে আসেন তিনি ৷ সেইসঙ্গে শ্রীকান্ত জানিয়ে দেন, বুধবারের বৈঠকেও তিনি হাজির থাকছেন ৷