কলকাতা, 23 জুন : করোনার (Covid) চিকিৎসায় ভারতেই আবিষ্কার হয়েছে কোভ্যাকসিন (Covaxin) ৷ যে ভ্যাকসিনের প্রস্তুতকারক ভারত বায়োটেক (Bharat Biotech) ৷ এবার সেই ভ্যাকসিন নিয়েই কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাঁর কটাক্ষ, কোভ্যাকসিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মাথা থেকে আবিষ্কার হয়েছে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন যে ভারতে কোভ্য়াকসিন দেওয়া হলেও এখনও বিশ্বস্বাস্থ্য সংস্থা (World Health Organization) করোনার এই টিকাকে ছাড়পত্র দেয়নি ৷ এই নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার (WHO) সঙ্গে এখনও আলাপ-আলোচনা চালাচ্ছে সংশ্লিষ্ট প্রস্তুতকারক সংস্থা ৷ কিন্তু বিশ্বস্বাস্থ্য সংস্থার ছাড়পত্র না আসায় বিদেশে এই ভ্যাকসিন নিয়ে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না ৷ ফলে যাঁরা বিদেশে পড়তে যেতে চান বা অন্য কাজ করেন, তাঁরা চরম সমস্যায় পড়েছেন ৷
আরও পড়ুন :Mamata Banerjee : বঙ্গে দ্রুত উপ-নির্বাচনের দাবিতে সরব মুখ্যমন্ত্রী
বুধবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই বিষয়টি তুলে ধরেন ৷ এই বিষয়টির সমাধান করা উচিত বলেও তিনি জানান ৷ এই নিয়ে তিনি রাজ্য প্রশাসনের আধিকারিকদের কেন্দ্রকে চিঠি দেওয়ার নির্দেশও দেন, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায় ৷ আর সেই কথা বলতেই বলতেই মমতা বলেন, ‘‘কোভ্যাকসিন যেটা প্রধানমন্ত্রীর মাথা থেকে আবিষ্কার হয়েছে ৷ যেটা নিয়ে ব্রাজিল, বাংলাদেশের সঙ্গেও সমস্যা চলছে ৷’’