পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee on Twitter Controversy : টুইটার বিতর্কে কেন্দ্রকে তুলোধনা মমতার, পাল্টা কটাক্ষ বিজেপি নেতার - মমতা বন্দ্য়োপাধ্য়ায়

টুইটারের আইনি রক্ষাকবচ কেড়ে নেওয়ার প্রতিবাদ জানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ কেন্দ্রের সমালোচনায় সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ পাল্টা তাঁকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা ড. অনির্বাণ গঙ্গোপাধ্য়ায় ৷

Mamata Banerjee Slams Centre Over Twitter controversy
Mamata Banerjee on Twitter Controversy : টুইটার বিতর্কে কেন্দ্রকে তুলোধনা মমতার, পাল্টা কটাক্ষ বিজেপি নেতার

By

Published : Jun 17, 2021, 10:05 PM IST

কলকাতা, 17 জুন : টুইটার বিতর্কে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তাঁর অভিযোগ, টুইটার কর্তৃপক্ষকে (Twitter) নিয়ন্ত্রণ করতে না পেরেই তাদের উপর বুলডোজার চালিয়েছে নরেন্দ্র মোদির সরকার ৷ সর্বসমক্ষেই কেন্দ্রের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছেন মমতা ৷ যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবিরও ৷ মমতাকে পাল্টা ‘‘ফেডারাল ফ্রন্টের প্রধানমন্ত্রী’’ বলে সেই টুইটারেই কটাক্ষ করেছেন বিজেপি নেতা ড. অনির্বাণ গঙ্গোপাধ্য়ায় ৷

টুইটারের অধিকার আর নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক ৷ করোনা আবহে আপাতত এটাই হট টপিক গোটা দেশে ৷ টুইটারের বিরুদ্ধে কেন্দ্রের অভিযোগ, নয়া তথ্যপ্রযুক্তি আইন মানছে না তারা ৷ আর সেই কারণেই বুধবার টুইটারের আইনি রক্ষাকবচ কেড়ে নেওয়া হয় ৷ যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে কাটাছেঁড়া, চুলচেরা বিশ্লেষণ ৷

আরও পড়ুন :ভুয়ো খবর ছড়ানোয় অভিযুক্ত টুইটার, হারাল আইনি রক্ষাকবচ

বিজেপিবিরোধী শিবিরের দাবি, কেন্দ্র আসলে এই বিদেশি মাইক্রোব্লগিনং সাইটটিকেও নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল ৷ কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি ৷ আর সেই কারণেই তাদের রক্ষাকবচ কেড়ে নেওয়া হয়েছে ৷ যদিও বৃহস্পতিবার বিরোধীদের এই দাবি নস্যাৎ করে দিয়েছেন কেন্দ্রীয় আইন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad) ৷

অন্যদিকে, এদিনই গোটা ইস্যুতে কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি ৷ ওরা (কেন্দ্র) টুইটারকে নিয়ন্ত্রণ করতে পারছে না ৷ আর সেই কারণেই ওরা টুইটারের উপর বুলডোজার চালিয়ে দিল ৷ যাদেরকেই ওরা বাগে আনতে পারে না, তাদের সঙ্গেই ঠিক এইরকম আচরণ করে ৷ ওরা আমাকে নিয়ন্ত্রণ করতে পারে না, আর তাই আমার সরকারকেও গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ৷’’

প্রসঙ্গত, একুশের ভোটের আগে থেকেই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে সওয়াল শুরু করেছে গেরুয়া শিবির ৷ ভোটের ফলে তৃণমূল সরকারের প্রত্যাবর্তনের পরও সেই অবস্থান থেকে পুরোপুরি সরেনি বিজেপি ৷ এমনকী, আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে বিজেপি নেতাদের কেউ কেউ এখনও পশ্চিমবঙ্গকে রাষ্ট্রপতি শাসনের অধীনে আনার চেষ্টা করছেন বলে দাবি শাসক তৃণমূল কংগ্রেসের ৷

আরও পড়ুন :Twitter Controversy : ভারত সরকার টুইটারকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয়, দাবি রবিশঙ্করের

টুইটারের ঘটনা প্রসঙ্গে আরও একবার এই ইস্যুকেই সর্বসমক্ষে তুলে ধরতে চেয়েছেন মমতা ৷ এদিকে, রাজ্য়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার পর জাতীয় রাজনীতির মঞ্চেও মমতা এখন অন্যতম গুরুত্বপূর্ণ পাত্র ৷ বস্তুত, মোদি বিরোধিতার সবথেকে বড় মুখও এখন তিনি ৷ তাই তাঁর বিরোধিতাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও ৷ টুইটার বিতর্কে তাই মমতার বক্তব্যকেই উল্লেখ করে তাঁকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা ড. অনির্বাণ গঙ্গোপাধ্য়ায় ৷ মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে ‘‘ফেডারাল ফ্রন্টের প্রধানমন্ত্রী’’ বলে ব্যঙ্গ করেছেন তিনি ৷ আর তার জন্য বেছে নিয়েছেন সেই টুইটারকেই !

ABOUT THE AUTHOR

...view details