পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata on ED-CBI : উত্তরপ্রদেশ, বিহার, অসমে কত সিবিআই তদন্ত হয় ; প্রশ্ন মমতার

আবার সিবিআই ও ইডি তদন্ত সংক্রান্ত ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Slams Centre on CBI-ED Issue) ৷ তাঁর হুঁশিয়ারি, সিবিআই ও ইডি দিয়ে তাঁর দলের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে হোক ৷ তাঁদের দুর্বল ভাবা উচিত নয় ৷

mamata banerjee slams centre on cbi-ed issue
Mamata on ED-CBI : উত্তরপ্রদেশ, বিহার, অসমে ক’টা খুনে সিবিআই তদন্ত হয় ; প্রশ্ন মমতার

By

Published : Apr 11, 2022, 5:53 PM IST

কলকাতা, 11 এপ্রিল : সিবিআই ও ইডি-র তদন্ত নিয়ে আরও একবার কেন্দ্রের বিজেপির সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Slams Centre on CBI-ED Issue) ৷ বিজেপিশাসিত রাজ্যগুলিতে ক’টা সিবিআই-ইডি তদন্ত হয়েছে সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷

সোমবার পুননির্মাণের পর উদ্বোধন হল মিলন মেলার ৷ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ তার পর বক্তৃতা দিতে গিয়ে এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ৷

মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, অসম ও বিহারে খুনের ঘটনায় কতগুলো সিবিআই তদন্ত হয়েছে ? কতজন গ্রেফতার হয়েছেন ?’’ পাশাপাশি তিনি জানান, সিবিআই ও ইডি দিয়ে তাঁর দলের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে হোক ৷ তাঁদের দুর্বল ভাবা উচিত নয় বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) একাধিক নেতা বিভিন্ন মামলায় অভিযুক্ত ৷ ওই মামলাগুলির তদন্ত সিবিআই বা ইডি করছে ৷ সাম্প্রতিক রামপুরহাটের বগটুইয়ে পুড়িয়ে মারার ঘটনা, ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনাতেও সিবিআই তদন্ত শুরু হয়েছে ৷

ফলে সামগ্রিক পরিস্থিতি নিয়েই তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর আগেও একাধিকবার সিবিআই-ইডি ইস্যুতে তিনি কেন্দ্রের সমালোচনা করেছেন ৷ কেন্দ্রের বিজেপিশাসিত সরকার তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার জেরে ইডি-সিবিআইকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন ৷

আরও পড়ুন :Mamata on Hanskahli Rape : হাঁসখালিতে প্রেমের সম্পর্ক ছিল নাকি ধর্ষণ, খতিয়ে দেখা উচিত ; প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details