পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee Slams BJP: নবীন প্রজন্ম কি রাজনীতিতে আসবে না, পরিবারতন্ত্র নিয়ে শাহকে নিশানা মমতার

তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ বারবার তুলেছে বিজেপি (BJP) ৷ সোমবার তারই জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তিনি প্রশ্ন তুললেন, নবীন প্রজন্ম কি রাজনীতিতে আসবে না !

mamata-banerjee-slams-bjp-on-dynasty-politics
Mamata Banerjee Slams BJP: নবীন প্রজন্ম কি রাজনীতিতে আসবে না, পরিবারতন্ত্র নিয়ে শাহকে নিশানা মমতার

By

Published : Jul 4, 2022, 7:02 PM IST

কলকাতা, 4 জুলাই : সাম্প্রতিক সময়ে রাজ্যে এসে বারবার তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পরিবারতন্ত্র নিয়ে সরব হয়েছেন বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতারা । সোমবার এর জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী । দেশের প্রথম সারির সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিজেপির এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়ে বলেছেন, ‘‘পরিবারতন্ত্রের বলতে কি বোঝাতে চাইছেন তাঁরা ? রবীন্দ্রনাথের পরিবার থেকে 100 জনের বেশি, এই পথে এসেছিলেন । একে কি বলবেন ? পরিবারতন্ত্র ! বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা আজকে একটা দেশকে নেতৃত্ব দিচ্ছেন । আমরা কি তাঁকে পরিবর্তন করতে বলবো ! এদিকে ক্রীড়া ক্ষেত্রে প্রায় সব পোস্টেই ওঁরা মাথায় বসে আছেন । কেন তাঁকে পরিবার তন্ত্র বলবেন না !’’

এ দিন মুখ্যমন্ত্রী স্পষ্টভাষায় জানিয়ে দেন, ব্যক্তিগতভাবে কারও বিরোধিতা তিনি করতে চান না । এটা সৌজন্য নয় । তিনি মনে করেন, রাজনীতির ক্ষেত্রে লড়াই যাই থাকুক না কেন ব্যক্তিগত সৌজন্যের জায়গা অবশ্যই আলাদা হওয়া উচিত । তাই তিনি আলাদা করে কারও নাম করে বলতে চান না ।

এরপরই বিজেপির আনা অভিযোগ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী । তাঁকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে পরিবারতন্ত্রের অভিযোগ তুলেছে বিজেপির সেই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়ে মমতা বলেন, ‘‘একটা পরিবার থেকে একজন রাজনীতিতে আসতে পারবে না ! যদি সে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে, তাহলে অপরাধ কোথায় ? আর এতে ক্ষতি কি ! নবীন প্রজন্ম রাজনীতিতে আসবে না ! ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে হবে না । একদিন আমাদের সবাইকেই রাজনীতির বাইরে চলে যেতে হবে । তখন জনগণের জন্য কাজ করবে কে ! ভবিষ্যতে দেশের দায়িত্ব নিতে ভাবি প্রজন্মকেই তো এগিয়ে আসতে হবে ।’’

মমতা বন্দ্যোপাধ্য়ায়

এরপরই অখিলেশ যাদবের (Akhilesh Yadav) প্রসঙ্গ টেনে আনেন মমতা । তিনি বলেন, ‘‘আপনারা প্রয়োজনে আমাকে ভুলে যান, অখিলেশ যাদবকে দেখুন ! তার একমাত্র পরিচয় সে মুলায়ম সিং যাদবের পুত্র, এটা বোধহয় ঠিক নয় ! বরং সে নিজের গ্রহণযোগ্যতা মানুষের কাছে প্রমাণ করেছে । আর মানুষও তাঁকে গ্রহণ করেছে ।’’

এখানেই শেষ নয়, এক ধাপ এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজ থেকে নয় ইন্দিরা গান্ধির (Indira Gandhi) সময় থেকেই ব্যানার্জি পরিবারের প্রত্যেক সদস্যই রাজনীতির সঙ্গে যুক্ত । কিন্তু তারা কখনোই কোনও পদে আসার চেষ্টা করেননি ।’’ তিনি বলেন, ‘‘ইন্দিরা গান্ধি যখন গ্রেফতার হয়েছিলেন, তখন আমরা ছাত্র । সে সময় কংগ্রেস পরিবারের অনেকেই পথে নামেনি । কিন্তু আমার পরিবারের প্রত্যেক সদস্যই সে সময় পথে নেমেছিলেন । তাঁরা অনেক সময় প্রহৃত হয়েছেন, কিন্তু তাই বলে রাজনীতি ছেড়ে যাননি । মনে রাখবেন, চ্যারিটি বিগিন্স অ্যাট হোম । আপনি আপনার ছেলেকে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মাথায় বসিয়ে দিতে পারেন, তাতে পরিবারতন্ত্র হবে না । রাজনীতির ক্ষেত্রে তাঁরা পথে নেমে মানুষের জন্য লড়াই করে তাহলে তা হবে পরিবারতন্ত্র, এটা হতে পারে না ।’’

আরও পড়ুন :Mamata Banerjee: মহারাষ্ট্রের একনাথ শিন্ডে সরকারকে অবৈধ আখ্যা দিলেন মমতা

ABOUT THE AUTHOR

...view details