কলকাতা, 4 জুলাই : সাম্প্রতিক সময়ে রাজ্যে এসে বারবার তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পরিবারতন্ত্র নিয়ে সরব হয়েছেন বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতারা । সোমবার এর জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী । দেশের প্রথম সারির সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিজেপির এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়ে বলেছেন, ‘‘পরিবারতন্ত্রের বলতে কি বোঝাতে চাইছেন তাঁরা ? রবীন্দ্রনাথের পরিবার থেকে 100 জনের বেশি, এই পথে এসেছিলেন । একে কি বলবেন ? পরিবারতন্ত্র ! বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা আজকে একটা দেশকে নেতৃত্ব দিচ্ছেন । আমরা কি তাঁকে পরিবর্তন করতে বলবো ! এদিকে ক্রীড়া ক্ষেত্রে প্রায় সব পোস্টেই ওঁরা মাথায় বসে আছেন । কেন তাঁকে পরিবার তন্ত্র বলবেন না !’’
এ দিন মুখ্যমন্ত্রী স্পষ্টভাষায় জানিয়ে দেন, ব্যক্তিগতভাবে কারও বিরোধিতা তিনি করতে চান না । এটা সৌজন্য নয় । তিনি মনে করেন, রাজনীতির ক্ষেত্রে লড়াই যাই থাকুক না কেন ব্যক্তিগত সৌজন্যের জায়গা অবশ্যই আলাদা হওয়া উচিত । তাই তিনি আলাদা করে কারও নাম করে বলতে চান না ।
এরপরই বিজেপির আনা অভিযোগ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী । তাঁকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে পরিবারতন্ত্রের অভিযোগ তুলেছে বিজেপির সেই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়ে মমতা বলেন, ‘‘একটা পরিবার থেকে একজন রাজনীতিতে আসতে পারবে না ! যদি সে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে, তাহলে অপরাধ কোথায় ? আর এতে ক্ষতি কি ! নবীন প্রজন্ম রাজনীতিতে আসবে না ! ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে হবে না । একদিন আমাদের সবাইকেই রাজনীতির বাইরে চলে যেতে হবে । তখন জনগণের জন্য কাজ করবে কে ! ভবিষ্যতে দেশের দায়িত্ব নিতে ভাবি প্রজন্মকেই তো এগিয়ে আসতে হবে ।’’