কলকাতা, 20 জুন : অগ্নিপথ আসলে বিজেপির ক্যাডার তৈরির প্রকল্প । এরাই ভোট লুট করতে সাহায্য করবে । পার্টি অফিসে পাহারা দেবে । বিজেপি (BJP) আসলে গুন্ডা তৈরি করতেই চার বছরের এই ললিপপ দিয়েছে । প্রথমবার অগ্নিপথ প্রকল্প নিয়ে মুখ খুলে বিজেপিকে এক হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । একই সঙ্গে এই বিষয়ে কেন্দ্রের ভূমিকারও কড়া সমালোচনা করেন তিনি ।
বাদল অধিবেশন শুরুর পর সোমবার প্রথম বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী । পার্থ চট্টোপাধ্যায়ের প্রস্তাব পাঠের পর মাইক নিয়ে তিনি বলেন, ‘‘সেনা নয়, ওই প্রকল্পের ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক । চাকরি দেওয়ার নামে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি । চার বছর পর কী হবে, তা কেউ জানে না । কিন্তু তারা বন্দুক চালানোর লাইসেন্স পেয়ে যাবে । সারা দেশে আগুন নিয়ে খেলা চলছে। অগ্নিবীর নিয়োগ সেনার অপমান ।’’ মমতার কথায়, ‘‘তোমরা চার বছরের ললিপপ দেখাচ্ছো চাকরির নামে ? ছাত্র যৌবনকে চাকরি দাও, আমরা মাথায় তুলে রাখব । কেন্দ্র তরুণদের স্থায়ী চাকরি দিলে আলাদা কথা । কিন্তু অগ্নিপথ আসলে ললিপপ ।’’
এক্ষেত্রে মমতা বন্দোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, ‘‘চার বছর পর এদের কাছে আগ্নেয়াস্ত্রের অনুমোদন থাকবে । তার পর এরা কী করবে ? বিজেপি কি তা হলে গুন্ডা বানাচ্ছে !’’ মুখ্যমন্ত্রী মনে করছেন, ‘‘আসলে এর মাধ্যমে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি তাদের নিজেদের ক্যাডার তৈরি করতে চাইছে । এরাই বিজেপির ভোট লুট করবে । পার্টি অফিস পাহারা দেবে ।’’