কলকাতা, 26 সেপ্টেম্বর : শেষ রবিবাসরীয় প্রচারে বিজেপিকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বললেন, বিজেপি গুজরাতকে শেষ করে দিয়েছে ৷ এত সুন্দর রাজ্য, তবু মানুষ যান না সেখানে ৷ তার সঙ্গে নিজের রাজ্যের প্রকল্পের তালিকা তুলে ধরেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর দাবি, পশ্চিমবঙ্গে শান্তি বজায় রয়েছে ৷ ভাষণের অনেকটা মমতাকে হিন্দিতে বলতেও শোনা গেল এদিন ৷
এদিন খুব স্বাভাবিক ভাবেই মমতার নিশানায় ছিল বিজেপি ৷ বলেন, "গুজরাতে মানুষ ভয়ে কথা বলতে পারেন না ৷ বললে তাঁদের উপর অত্যাচার চালানো হয় ৷ গুজরাতকে শেষ করে দিয়েছে ৷" তার সঙ্গেই নিজের রাজ্যের তুলনা করে বলেন, "কিন্তু সেই জায়গায় বাংলায় শান্তি বজায় রয়েছে ৷ এখানে শান্তি রয়েছে বলেই বিশ্বশান্তি সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিল ৷"
এদিন মমতা স্পষ্ট জানান, বাংলার পর এবার পঞ্জাব, হরিয়ানায় যাওয়ার দরকার পড়লে তাও যেতে রাজি আছেন ৷ এদিন মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে আসে এনআরসি, সিএএ, ত্রিপুরা ইস্যু-ও ৷ আসে তাঁর রোম সফর বাতিল প্রসঙ্গ-ও ৷ এদিন তাঁর সমস্ত যুক্তির শেষেই থাকে বিজেপিকে আক্রমণ ৷