কলকাতা, 15 অগস্ট: তাঁকে পর্যুদস্ত করতে কেন্দ্রীয় সরকার তাঁর বিশ্বস্ত সেনানীদের পিছনে যতই ইডি-সিবিআই লেলিয়ে দিক না কেন, নয়া ভারত গড়ার স্বপ্নদ দেখা তিনি ছাড়েননি ৷ স্বাধীনতার হীরকজয়ন্তী উদযাপনের পুণ্যলগ্নে টুইট করে সেকথা অনুগামীদের বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর স্বপ্নের ভারতে কেউ ক্ষুধার্ত থাকবে না, কোনও মেয়ে নিরাপত্তাহীনতায় ভুগবে না ৷ প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন জারি রেখে স্বাধীনতা দিবসে এমনই ইচ্ছেপ্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee shares her thought to build dream India) ৷
স্বাধীনতা দিবসের দুপুরে জোড়া টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যার প্রথম টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, "ভারতের জন্য একটা স্বপ্ন পুষে রেখেছি আমি ৷ মানুষের জন্য আমি এমন একটা দেশ গড়তে চাই যে ভারতে কেউ ক্ষুধার্ত হিসেবে না, যেখানে কোন মেয়ে নিরাপত্তাহীনতায় ভুগবে না, যে দেশে প্রত্যেক শিশু শিক্ষার আলো পাবে, যে দেশে সকলের সমানাধিকার বজায় থাকবে, কোনও শক্তি সাধারণ মানুষের সম্প্রীতিকে বিভাজন করতে পারবে না ৷"