পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ফ্রেট করিডর নিয়ে ক্ষুব্ধ মমতা, চিঠি দিলেন রেলমন্ত্রীকে - Freight Corridor Railway News

রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে লেখা চিঠিতে ফ্রেট করিডর নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে লেখা চিঠিতে ফ্রেট করিডর নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Aug 9, 2019, 11:08 PM IST

কলকাতা, ৯ অগাস্ট: ফের কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ক্ষোভপ্রকাশ করে লিখলেন চিঠিও ৷ রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে লেখা চিঠিতে ফ্রেট করিডর নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন তিনি ৷ "ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর"-এর তৃতীয় পর্যায়ের কাজ কেন রেল মন্ত্রক করছে না, তা নিয়েই চিঠিটি লিখেছেন মমতা ৷

রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণের বিরুদ্ধে কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবার "ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর" নিয়ে রেলমন্ত্রীকে চিঠি দিলেন তিনি ।

লুধিয়ানা থেকে মুঘলসরাই পর্যন্ত 1 হাজার 192 কিলোমিটার এবং মুঘলসরাই থেকে শোননগর পর্যন্ত 126 কিলোমিটার ফ্রেট করিডর তৈরির কাজ সরাসরি করবে রেল মন্ত্রক

চিঠিতে মমতা লিখেছেন, লুধিয়ানা থেকে মুঘলসরাই পর্যন্ত 1 হাজার 192 কিলোমিটার এবং মুঘলসরাই থেকে শোননগর পর্যন্ত 126 কিলোমিটার ফ্রেট করিডর তৈরির কাজ সরাসরি করবে রেল মন্ত্রক । সেখানে শোননগর থেকে ডানকুনি পর্যন্ত 538 কিলোমিটার রেলপথের তৃতীয় পর্যায়ের কাজ বেসরকারি সংস্থার সঙ্গে জোট বেঁধে কেন করা হবে । তাঁর বক্তব্য, প্রথম দুটি ক্ষেত্রে রেলমন্ত্রক নিজেরাই "ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর" তৈরির কাজ করলেও তৃতীয় পর্যায়ে তা করছে না ৷ বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করার জন্য চিঠিতে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details