কলকাতা, ৯ অগাস্ট: ফের কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ক্ষোভপ্রকাশ করে লিখলেন চিঠিও ৷ রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে লেখা চিঠিতে ফ্রেট করিডর নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন তিনি ৷ "ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর"-এর তৃতীয় পর্যায়ের কাজ কেন রেল মন্ত্রক করছে না, তা নিয়েই চিঠিটি লিখেছেন মমতা ৷
ফ্রেট করিডর নিয়ে ক্ষুব্ধ মমতা, চিঠি দিলেন রেলমন্ত্রীকে - Freight Corridor Railway News
রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে লেখা চিঠিতে ফ্রেট করিডর নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়
রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণের বিরুদ্ধে কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবার "ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর" নিয়ে রেলমন্ত্রীকে চিঠি দিলেন তিনি ।
চিঠিতে মমতা লিখেছেন, লুধিয়ানা থেকে মুঘলসরাই পর্যন্ত 1 হাজার 192 কিলোমিটার এবং মুঘলসরাই থেকে শোননগর পর্যন্ত 126 কিলোমিটার ফ্রেট করিডর তৈরির কাজ সরাসরি করবে রেল মন্ত্রক । সেখানে শোননগর থেকে ডানকুনি পর্যন্ত 538 কিলোমিটার রেলপথের তৃতীয় পর্যায়ের কাজ বেসরকারি সংস্থার সঙ্গে জোট বেঁধে কেন করা হবে । তাঁর বক্তব্য, প্রথম দুটি ক্ষেত্রে রেলমন্ত্রক নিজেরাই "ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর" তৈরির কাজ করলেও তৃতীয় পর্যায়ে তা করছে না ৷ বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করার জন্য চিঠিতে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷