কলকাতা, 6 অক্টোবর : ডিভিসির (DVC) অনিয়ন্ত্রিত জল ছাড়ার ফলে বারবার রাজ্য বানভাসি হচ্ছে ৷ আগেই জানিয়েছিলেন, এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দেবেন ৷ আজ তা পাঠালেন ৷ বুধবারই মোদি একটি লম্বা চিঠি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রধানমন্ত্রীকে উদ্যোগী হতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী ৷
চিঠিতে মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করেন, 30 সেপ্টেম্বর অর্থাৎ রাজ্যের নির্বাচন এবং উপ-নির্বাচনের দিন রাজ্যকে না জানিয়ে প্রায় 50 হাজার কিউসেক জল ছাড়ে ডিভিসি কর্তৃপক্ষ । তারপর দফায় দফায় আরও আড়াই লক্ষ কিউসেক জল ছাড়ে ডিভিসি ৷ তাতেই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে । মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, "ডিভিসির উচিত রাজ্যকে জানিয়ে জল ছাড়া এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড সরকারের উচিত ওদের রাজ্যের বাঁধগুলি পরিষ্কার করা ৷"
গত শনিবার মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, ডিভিসি অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়ার জন্য প্রতিবার বাংলার মানুষের ভোগান্তি হচ্ছে ৷ প্রতিবারের এই ভোগান্তি আটকাতে এইবার ডিভিসির কাছে ক্ষতিপূরণ চেয়ে আইনি পথে যাওয়ার চিন্তা-ভাবনায় রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ৷ মুখ্যমন্ত্রী বলেছিলেন, "আমরা ঠিক করেছি এবার ডিভিসির কাছে আমরা ক্ষতিপূরণ চাইব ৷ কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছি, যাতে তাঁরা এই ব্যাপারে হস্তক্ষেপ করেন । এই নিয়ে আবার আমি প্রধানমন্ত্রীকে চিঠি দেব । এর আগেও আমি প্রধানমন্ত্ৰীকে চিঠি দিয়েছি । বারবার ডিভিসি আমাদের ডোবাবে, এটা চলতে দেওয়া যায় না ৷"