কলকাতা, 29 সেপ্টেম্বর: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে বরাবরই খুব ভালো সম্পর্ক বাংলার (পশ্চিমবঙ্গ) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৷ তাই শেখ হাসিনার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ভোলেননি মমতা ৷ প্রসঙ্গত, বুধবার (28 সেপ্টেম্বর, 2022) ছিল হাসিনার 75 বছর পূর্তির জন্মদিন (Sheikh Hasina Birthday) ৷ সেই উপলক্ষে টুইটে শুভেচ্ছাবার্তা দেওয়ার পাশাপাশি হাসিনাকে উপহার পাঠানোরও বন্দোবস্ত করেন মমতা ৷
সূত্রের খবর, টুইটে অভিনন্দন জানানোর পাশাপাশি ব্যক্তিগতভাবেও হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মমতা ৷ সেই সঙ্গে পাঠিয়েছেন ফুল এবং উপহার ৷ বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কার্যালয়ের পক্ষ থেকে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে সেইসব সামগ্রী পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ সংশ্লিষ্ট সূত্রের দাবি, বৃহস্পতিবার সেই উপহার পৌঁছে যাবে হাসিনার কাছে ৷ এদিনই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের শুভেচ্ছাবার্তা-সহ উপহারের ডালি কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা করে দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন:হাসিনা দেখা করতে চাইলেও কেন্দ্র ডাকেনি, এত ভয় কীসের ? তোপ মমতার
মমতা এবং হাসিনার মধ্যে শেষবার সম্মুখ সাক্ষাৎ হয়েছিল ইডেন গার্ডেন্সে ৷ গোলাপি বলে টেস্ট খেলার উদ্বোধন হয়েছিল ক্রিকেটের নন্দন কাননে ৷ সেই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন হাসিনা ৷ পরে আলাদা করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছিলেন মমতা ৷
তবে, মুখোমুখি দেখা করা সবসময় সম্ভব না হলেও বছরের বিভিন্ন সময়েই মমতা ও হাসিনার মধ্যে কুশল বিনিময় চলে ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী কখনও আম, আবার কখনও পদ্মার ইলিশ পাঠান মমতাকে ৷ একইভাবে, বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ রাজ্যের মিষ্টি, শাড়ি প্রভৃতি উপহার হিসাবে পাঠান ৷ অনেকেই বলেন, তাঁদের দু'জনের মধ্যে আসলে 'দিদি-বোনের' সম্পর্ক রয়েছে ৷
উল্লেখ্য, কিছুদিন আগেই যখন শেখ হাসিনা ভারত সফরে এসেছিলেন, তখন তিনি সাংবাদিকদের সামনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ৷ দিল্লিতে থাকাকালীন তিনি বলেছিলেন, "মমতা আমার বোনের মতো ৷ ভেবেছিলাম, দিল্লি এলে দেখা হবে ৷ কোনও কারণে এবার সেটা হল না ৷ তবে ওঁর সঙ্গে তো যেকোনও সময়েই আমার দেখা হতে পারে ৷" প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশে পদ্মা সেতুর উদ্বোধনের পর তা দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷