কলকাতা, 13 অক্টোবর : চারটে ডান্ডা নিয়ে বেরিয়ে সবাই ভাবছে তৃণমূল উঠে গিয়েছে । পুজো কাটলেই আবার ময়দানে নামবে তৃণমূল (Trinamool Congress) । যাঁরা এসব ভাবছেন, তাঁরা ভুল। ঠান্ডা ঠান্ডা কুল কুল ।
বৃহস্পতিবার ভবানীপুরে বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । একই সঙ্গে তিনি এও বুঝিয়ে দিলেন, উৎসবের মরশুমে তৃণমূলের রাজনৈতিক নিষ্ক্রিয় থাকার অর্থ তৃণমূল হেরে গিয়েছে এমনটি ভাবার কারণ নেই । পুজো মিটলেই অন্য ভূমিকায় দেখা যাবে রাজ্যের শাসক দলকে ।
এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, পুজোর ক’দিন তৃণমূল কংগ্রেস রাজনীতি করতে চায় না । যেহেতু তৃণমূল কংগ্রেস মনে করে ধর্ম যার যার নিজের, উৎসব সবার । তাই উৎসবের এই মরশুমে মানুষের পাশে থেকে জনসংযোগই তাঁর দলের প্রধান লক্ষ্য । কিন্তু উৎসবের মরশুমে শাসক দলকে দেখে যাঁরা উৎফুল্ল হচ্ছেন, তাদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমোর বার্তা পুজো মিটলেই আবার স্বমহিমায় ফিরবে ঘাসফুল ।
প্রসঙ্গত, সরকারিভাবে প্রতিবছর ক্ষমতায় আসার পর থেকেই বিজয়া সম্মেলনীর (Bijoya Sammilani) আয়োজন করলেও, দলের ব্যানারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ধরনের বিজয়া সম্মেলনী এই প্রথম । তার চেয়ে তাৎপর্যপূর্ণ আগাগোড়াই এই বিজয়া সম্মেলনীর কার্যক্রম ছিল রাজনৈতিক বক্তব্যে ঠাসা । ভবানীপুরের এই বিজয়া সম্মেলনীতে দাঁড়িয়ে বিজেপির (BJP) রাজনীতি নিয়ে এ দিন সরব হয়েছেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee), রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় ।