কলকাতা, 23 ডিসেম্বর : কলকাতা পৌরনিগমের নতুন বোর্ডের পদাধিকারীদের বেছে নেওয়ার আগে তৃণমূল কংগ্রেসের সদ্য জয়ী কাউন্সিলরদের কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee says tmc will review councilors performance every six months) ৷ বৃহস্পতিবার তিনি দলের কাউন্সিলরদের স্পষ্ট বলেন, ‘‘ছ’মাস পরে রিপোর্ট কার্ড নেব ৷ প্রতি ছ’মাস অন্তর পর্যালোচনা হবে ৷ কাজ করতে না পারলে সরকার বা দলের ব্যবস্থা নিতে বেশি সময় লাগবে না ৷’’
বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাসে তৃণমূল কংগ্রেসের সদ্য জয়ী কাউন্সিলরদের নিয়ে বৈঠক হয় ৷ সেই বৈঠকে তৃণমূলের তরফে ফিরহাদ হাকিমকে আবার মেয়র হিসেবে বেছে নেওয়া হয় ৷ সঙ্গে জানানো হয় যে, ডেপুটি মেয়র ও চেয়ারপার্সন পদেও কোনও পরিবর্তন হচ্ছে না ৷ ডেপুটি মেয়র হিসেবে থাকবেন অতীন ঘোষ ৷ আবার চেয়ারপার্সন হচ্ছেন মালা রায় ৷
এই প্রক্রিয়ার আগে দলের কাউন্সিলরদের সামনে ভাষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি কলকাতার নতুন কাউন্সিলরদের শুভেচ্ছা জানান ৷ পাশাপাশি বিরোধী কাউন্সিলরদের শুভেচ্ছা জানান তিনি ৷ একই সঙ্গে উল্লেখ করেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের অভাবের কথা ৷