কলকাতা, 17 অক্টোবর:উত্তরবঙ্গ সফরে গিয়ে মাল নদীতে দশমীর দিন ঘটা দুর্ঘটনায় (Flash Flood) আহত ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা বিমানবন্দরে উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।
তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দুর্ঘটনার পরই তাঁর যাওয়ার ইচ্ছা থাকলেও কলকাতায় কার্নিভাল থাকার কারণে তাঁর যাওয়া হয়নি । এ বার উত্তরবঙ্গ সফরে তাই সবার আগে ওই দুর্গত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন তিনি ।
এ দিন কলকাতা বিমানবন্দরে ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী, একবার দেখে নেওয়া যাক । এ দিন মুখ্যমন্ত্রী জানান, "মালবাজারে যে ঘটনাটি ঘটেছে তা খুবই দুঃখজনক । কিন্তু দুর্ঘটনার পর দিন থেকেই আমাদের ছেলেমেয়েরা সেখানে পড়ে থেকে কাজ করেছে । প্রশাসন তৎপর ছিল ।"
এ দিন মন্ত্রী বুলুচিক বরাইক ও জলপাইগুড়ি পৌরসভার পৌরপ্রধান যেভাবে কাজ করেছেন তারও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী । তিনি জানিয়েছেন, দুর্ঘটনার পরই তাঁর উত্তরবঙ্গে যাওয়ার ইচ্ছা ছিল । তবে সেই সময় যেহেতু কার্নিভাল ছিল তাই তখনই যাওয়া সম্ভব হয়নি । আর সে কারণেই এ বার মালবাজার যাচ্ছেন তিনি । মুখ্যমন্ত্রী এ দিন জানিয়ে দিয়েছেন, মঙ্গলবার মাল নদীতে বিসর্জনের দিন আহত ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন । তিনি জানান, সেখান থেকে উত্তরকন্যায় কর্মসূচি রয়েছে, সেখানেও যোগ দেবেন তিনি । পরশুদিন বিজয়া সম্মিলনী রয়েছে তাতেও অংশগ্রহণ করবেন ।
আরও পড়ুন:উত্তরবঙ্গ সফরে মমতা, দেখা করবেন মাল নদী বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে
প্রসঙ্গত বিসর্জনের দিন মাল নদীতে ঘটা দুর্ঘটনা নিয়ে রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছিল বিরোধীরা । বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে আক্রমণ করেছিলেন । বলেছিলেন, বগটুইয়ের ঘটনা ঘটলে সেখানে ছুটে যান মুখ্যমন্ত্রী । তাহলে কেন জলপাইগুড়ি যাচ্ছেন না ! স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গ সফরের শুরুতে মুখ্যমন্ত্রীর জানিয়ে দেওয়া যে ওইদিন দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির সঙ্গে তিনি দেখা করবেন, এটা একরকম বিরোধী দলনেতার অভিযোগের পাল্টা জবাব হিসেবেই দেখছে রাজনৈতিক মহল ।