কলকাতা, 7 জুলাই : ‘‘মানুষ ভুল করে ৷ কিন্তু সেগুলো শুধরে নেওয়া যায় ৷’’
বৃহস্পতিবার এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ এদিন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) বিলির একটি অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷
তিনি বলেন, ‘‘আমরা কাজ করার সময় ভুল করি ৷ কিন্তু ভুল শুধরে নেওয়া যেতে পারে ৷ কিছু মানুষ ভালো কাজগুলিকে দেখতে পান না ৷ আর হঠাৎ চিৎকার করতে শুরু করেন ৷ নেগেটিভিটি আমাদের মস্তিষ্কের কোষে ক্ষতি করে ৷ তাই আসুন ইতিবাচক ভাবনা চিন্তা করি ৷’’
এমন একটা সময় মমতা এই মন্তব্য করলেন, যখন তাঁর দলের সাংসদ মহুয়া মৈত্রের মা কালীকে নিয়ে করা মন্তব্য (TMC MP Mahua Moitra Comment Row) নিয়ে বিতর্কের ঝড় উঠেছে ৷ মহুয়ার বিরুদ্ধে বাংলার বিভিন্ন থানা-সহ অন্য রাজ্যেও এফআইআর হয়েছে ৷