পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee: ভুল শুধরে নেওয়া যায়, মহুয়ার মন্তব্য বিতর্কের মাঝে বললেন মমতা - Bengal CM Mamata Banerjee

মা কালীকে নিয়ে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে (TMC MP Mahua Moitra Comment Row) ৷ তাঁর বিরুদ্ধে একাধিক থানায় এফআইআর করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) বলেন, ‘‘ভুল শুধরে নেওয়া যায় ৷’’

Mamata Banerjee Says Mistakes can be Rectified as Mahua Moitra Faces FIR Over Kali Remark
Mamata Banerjee: ভুল শুধরে নেওয়া যায়, মহুয়ার মন্তব্য বিতর্কের মাঝে বললেন মমতা

By

Published : Jul 7, 2022, 4:33 PM IST

Updated : Jul 7, 2022, 4:48 PM IST

কলকাতা, 7 জুলাই : ‘‘মানুষ ভুল করে ৷ কিন্তু সেগুলো শুধরে নেওয়া যায় ৷’’

বৃহস্পতিবার এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ এদিন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) বিলির একটি অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷

তিনি বলেন, ‘‘আমরা কাজ করার সময় ভুল করি ৷ কিন্তু ভুল শুধরে নেওয়া যেতে পারে ৷ কিছু মানুষ ভালো কাজগুলিকে দেখতে পান না ৷ আর হঠাৎ চিৎকার করতে শুরু করেন ৷ নেগেটিভিটি আমাদের মস্তিষ্কের কোষে ক্ষতি করে ৷ তাই আসুন ইতিবাচক ভাবনা চিন্তা করি ৷’’

এমন একটা সময় মমতা এই মন্তব্য করলেন, যখন তাঁর দলের সাংসদ মহুয়া মৈত্রের মা কালীকে নিয়ে করা মন্তব্য (TMC MP Mahua Moitra Comment Row) নিয়ে বিতর্কের ঝড় উঠেছে ৷ মহুয়ার বিরুদ্ধে বাংলার বিভিন্ন থানা-সহ অন্য রাজ্যেও এফআইআর হয়েছে ৷

মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে শুরু থেকেই দূরত্ব বজায় রাখছে তৃণমূল ৷ এই মন্তব্য তৃণমূল সমর্থন করে না বলেও জানিয়ে দিয়েছে ৷ তার পর মহুয়াও টুইটারে তৃণমূলকে আনফলো করে দেন ৷ পিছু না হঠে বিজেপির বিরুদ্ধে একাধিক টুইট করে আক্রমণ করেন ৷

তিনি সাফ জানিয়ে দেন, ব্রাহ্মণ্যবাদের হিন্দুত্বের সঙ্গে তিনি একমত নন ৷ তিনি নিজের মন্তব্যে অনড় থাকবেন বলেও জানিয়ে দেন ৷

তাঁর মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিজেপি ৷ তাঁর বিরুদ্ধে গতকাল, বুধবার বাংলার একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ মধ্যপ্রদেশেও অভিযোগ দায়ের হয়েছে ৷ তৃণমূলের তরফেও সমালোচনা করা হয়েছে তাঁর মন্তব্যের ৷

আরও পড়ুন :Mahua Moitra: আমি যে ভুল সেটা প্রমাণ করুন, কালী-মন্তব্য নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ মহুয়ার

Last Updated : Jul 7, 2022, 4:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details