পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

International Travel Award 2023 : পর্যটনে সংস্কৃতির সেরা পীঠস্থান বাংলা, রাষ্ট্রসংঘের স্বীকৃতির সুখবর দিলেন মুখ্যমন্ত্রী - রাষ্ট্রসঙ্ঘ

রাষ্ট্রসংঘ (United Nations) থেকে আরও একটি পুরস্কার পেতে চলেছে বাংলা ৷ পর্যটন সংস্কৃতির সেরা পীঠস্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলাকে (International Travel Award 2023) ৷ সোমবার একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷

mamata-banerjee-says-bengal-to-get-international-travel-award-2023-from-un-affiliated-organisation
International Travel Award 2023 : পর্যটনে সংস্কৃতির সেরা পীঠস্থান বাংলা, রাষ্ট্রসংঘের স্বীকৃতির সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

By

Published : Sep 5, 2022, 6:57 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : দুর্গাপুজোকে (Durga Puja) হেরিটেজ স্বীকৃতি (Intangible Cultural Heritage) দেওয়ার পর এবার আবারও স্বীকৃতি পেল বাংলা । এবার বাংলাকে সংস্কৃতির সেরা পীঠস্থান হিসেবে তকমা দেওয়া হচ্ছে এই আন্তর্জাতিক সংস্থার তরফ থেকে । আর এর উপর ভিত্তি করে আগামী বছর অর্থাৎ 2023 সালে পশ্চিমবঙ্গকে বেস্ট ডেস্টিনেশন ফর কালচার অ্যাওয়ার্ড (Best Destination of Cultural Award) দেওয়া হবে । রাজ্য সরকারের তরফ থেকে আগামী বছর 23 মার্চ বার্লিনে এই পুরস্কার গ্রহণ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ।

এর জন্য ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ (United Nations) কর্তৃপক্ষ । নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই এই অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী । শেষ মুহূর্তে যদি ভারত সরকার বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধা না দেয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে যাচ্ছেন, তা একরকম ঠিকই ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সোশ্যাল সাইট টুইটারে রাজ্যবাসীকে এই আনন্দের খবর জানিয়েছেন । সেখানে তিনি লিখেছেন, ‘‘এটা ঘোষণা করতে পেরে আমি গর্বিত যে রাষ্ট্রসংঘের বিশ্ব পর্যটন সংস্থার অনুমোদিত একটি সংস্থা প্যাসিফিক এরিয়া ট্র্যাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন সংস্কৃতির জন্য সেরা গন্তব্যের জন্য পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক ভ্রমণ পুরস্কার 2023-এ ভূষিত করবে ।’’

তিনি আরও লিখেছেন, ‘‘বিশ্বের সাংস্কৃতিক মানচিত্রে বাংলা তার ছাপ ফেলেছে । 2023-এর 9 মার্চ বার্লিনে ভারত-সহ বিভিন্ন দেশের মন্ত্রী এবং সচিবদের উপস্থিতিতে বিশ্ব পর্যটন এবং অসামরিক পরিবহণের অধিকর্তাদের সম্মেলনে এই পুরস্কার দেওয়া হবে । আমি এই গুরুত্বপূর্ণ উপলক্ষ্যে সকল রাজ্যবাসীকে অভিনন্দন জানাই ।’’

একই সঙ্গে এদিন পরেশনাথ মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘একটা উপহার আছে রাজ্যবাসীর জন্য । তাঁর কথায়, বাংলার সংস্কৃতি সারা বিশ্বে সমাদৃত । সেটা আবার প্রমাণ হল ।’’ এর আগেও কন্যাশ্রী রাষ্ট্রসংঘে পুরস্কৃত হয়েছে । মমতা নিজে গিয়েছিলেন সেই পুরস্কার নিতে । তিনি জানান, এবারও তিনি যেতে প্রস্তুত ।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘এই উপহার দেশের জন্য । রাষ্ট্রসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের (World Tourism Organisation) পক্ষ থেকে পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে সংস্কৃতির জন্য সেরা গন্তব্যস্থল হিসেবে নির্বাচিত করা হয়েছে । আপনারা সকলেই এ রাজ্যের পর্যটনের কথা প্রায়ই বলে থাকেন । এবার এই উপহার আপনাদের সকলের জন্য ।’’

আরও পড়ুন :দুর্গাপুজো নিয়ে কলকাতার উন্মাদনায় অভিভূত ইউনেস্কোর প্রতিনিধি এরিক ফাল্ট

ABOUT THE AUTHOR

...view details