কলকাতা, 11 মার্চ :পাঁচ রাজ্যের চারটিতেই গেরুয়া ঝড় ৷ যার মধ্যে রয়েছে দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশও ৷ গতকাল প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই হাসি চওড়া হয়েছে ভারতীয় জনতা পার্টির ৷ চার রাজ্যে বিধানসভা নির্বাচনে জনতার আশীর্বাদ পেতেই 2024-র হাওয়া তুলে দিয়েছে পদ্মশিবির ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিশ্চিত, এরপর 2024 লোকসভা নির্বাচনে বিজেপিকে আটকানোর সাধ্যি কারও নেই ৷ কিন্তু পরদিনই প্রধানমন্ত্রীর সেই দাবি পত্রপাঠ খারিজ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সাফ বক্তব্য, মানুষের রায় নয়, উত্তরপ্রদেশ-সহ চার রাজ্যে কারচুপি করে ভোটে জিতেছে বিজেপি (Mamata Banerjee says assembly election result in UP is not the verdict of the people) ৷ শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের পর এক সংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন মমতা ৷
চার রাজ্য জয়ের পর বৃহস্পতিবার দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলই 2024-এ লোকসভা নির্বাচনের নির্ণায়ক হয়ে দাঁড়াল ৷ গতকাল ফলপ্রকাশ হতে দেখা যায়, অতিমারি সঙ্কটে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভুরি-ভুরি অভিযোগ, বেকারত্ব, পেট্রল-ডিজেলের লাগামহীন মূল্যবৃদ্ধির কিছুই ধোপে টেকেনি ৷ উল্টে উত্তরপ্রদেশ-সহ চার রাজ্যে বিজেপির জনহিতকর বিভিন্ন প্রকল্পের সুফল ভোটবাক্সে প্রতিফলিত হয়েছে ৷ আর সে কারণেই টানা দ্বিতীয়বার জিতে উত্তরপ্রদেশে সরকার গড়ছে বিজেপি ৷ উত্তরাখণ্ড, মণিপুর, গোয়াতেও সরকার গড়ছে গেরুয়া বাহিনী ৷