পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata on Arpita TMC Connection: কে কার বন্ধু, আমি কী করে জানব; অর্পিতার তৃণমূল যোগ নিয়ে মন্তব্য মমতার - Arpita Mukherjee

সোমবার বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ পুরস্কার প্রদান করা হয় রাজ্য সরকারের তরফে ৷ ওই অনুষ্ঠানে বক্তৃতা করতে উঠে পার্থ চট্টোপাধ্যায়ের (Bengal Minister Partha Chatterjee) গ্রেফতারি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ পাশাপাশি স্পষ্ট করে দেন যে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই (Mamata Banerjee says Arpita Mukherjee Has no Connection with TMC) ৷

Mamata Banerjee says Arpita Mukherjee Has no Connection with TMC
Mamata on Arpita TMC Connection: কে কার বন্ধু, আমি কী করে জানব ; অর্পিতার তৃণমূল যোগ নিয়ে মন্তব্য মমতার

By

Published : Jul 25, 2022, 5:54 PM IST

Updated : Jul 25, 2022, 8:49 PM IST

কলকাতা, 25 জুলাই : শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teachers Recruitment Scam) কাণ্ডে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) তৃণমূলে যোগ নিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ সোমবার তিনি স্পষ্ট করে দিয়েছেন যে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের (Trinamool Congress) কোনও যোগ নেই ৷

তবে তিনি কোনও ভাবেই অর্পিতা মুখোপাধ্যায়ের নাম করেননি ৷ কিন্তু তাঁর বক্তব্যেই স্পষ্ট যে তিনি কাকে নিয়ে কথা বলছেন ৷

এমনকী, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Bengal Minister Partha Chatterjee) সঙ্গে অর্পিতার যোগাযোগ নিয়েও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, ‘‘কে কার বন্ধু, আমি কী করে জানব !’’

আরও পড়ুন :Mamata Banerjee on Corruption: দুর্নীতিকে সমর্থন করা আমার নেশাও নয়, পেশাও নয়: মমতা

এখানে উল্লেখ করা প্রয়োজন, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে টালিগঞ্জ এলাকার একটি ফ্ল্যাট থেকে প্রায় 21 কোটি টাকা, বিদেশি মুদ্রা, সোনার গয়না উদ্ধার করে ইডি৷ ওই ফ্ল্যাটের বাসিন্দা অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়৷ তদন্তে উঠে আসে অর্পিতা ও পার্থর ঘনিষ্ঠতার কথা৷

তার পর থেকে বিরোধীরা অর্পিতার তৃণমূল যোগ নিয়েও প্রশ্ন তোলে ৷ পুজোর উদ্বোধনে এক ফ্রেমে মমতা ও অর্পিতাকে নিয়ে কটাক্ষ করে বিরোধীরা ৷ এমনকী একই মঞ্চে মমতা অর্পিতার প্রশংসা করছে, এমন ভিডিয়ো বিজেপির তরফে পোস্ট করা হয় ৷

সোমবার বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ পুরস্কার প্রদানের মঞ্চ থেকে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘কোনও একটা মহিলা ঘটিত ব্যাপারে...মেয়েদের আমি সম্মান করি ৷ সব মেয়েই তো সমান নয় ৷ তার (অর্পিতা) বাড়ি থেকে কিছু টাকা উদ্ধার করেছে ৷ বিচারাধীন বলে কোনও মন্তব্য করব না ৷’’

কে কার বন্ধু, আমি কী করে জানব

তিনি আরও বলেন, ‘‘আমি পুজোয় যাই ৷ পুজোতে যদি সংগঠকরা কাউকে ডেকে রাখে ৷ আমি যদি তাঁকে না চিনি, তাহলে আমি কী করতে পারি !’’ সেই জন্য কি তিনি পুজোতে যেতে পারবেন না, সেই প্রশ্ন তুললেন মমতা ৷ পাশাপাশি মেহুল চোক্সিদের নাম তুলে তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে ৷

তিনি আরও বলেন, ‘‘দলের সঙ্গে ওই মহিলার কোনও সম্পর্ক নেই ৷ সরকারের সঙ্গেও কোনও সম্পর্ক নেই৷...আমি একটা পুজোর অনুষ্ঠানে গিয়েছি, আমি কী করে জানব কে কে আছে ? একটা মহিলা নাকি সেখানে দাঁড়িয়েছিল ! সে নাকি পার্থর বন্ধু ! আমি কি ভগবান, জানব কে কার বন্ধু !’’

আরও পড়ুন :Mamata Banerjee: 'অকারণ কালি ছোড়ার চেষ্টা করবেন না, আমার হাতেও আলকাতরা আছে', পোস্টার বিতর্কে তোপ মমতার

Last Updated : Jul 25, 2022, 8:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details