কলকাতা, 5 অগস্ট : 2020 সালের মার্চে লকডাউন (Lockdown) শুরু হওয়ার পর থেকে বন্ধ স্কুল-কলেজ (School-College) ৷ কয়েকটি ক্লাসের জন্য মাঝে কয়েকদিন স্কুল খুলেছিল ৷ কিন্তু দ্বিতীয় ওয়েভের কারণে তা আবার বন্ধ হয়ে যায় ৷ এর মধ্যেই চলে এসেছে তৃতীয় ওয়েভের ভ্রুকূটি ৷ এই পরিস্থিতিতে কবে খুলবে স্কুল ? সেই প্রশ্নই ঘোরাফেরা করছে সর্বত্র ৷
আরও পড়ুন :Mamata Banerjee: টিকা বণ্টন নিয়ে উষ্মা প্রকাশ করে মোদিকে ফের চিঠি মমতার
এদিন এই প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠক থেকে তিনি জানান যে রাজ্য সরকার পুজোর ছুটির পর স্কুল-কলেজ খোলার চেষ্টা করা হবে ৷ একদিন অন্তর যদি ক্লাস করানো যায়, সেই নিয়ে ভাবনা চিন্তা করছে রাজ্য ৷
করোনা (Covid-19) মোকাবিলায় শুরুতেই একটি গ্লোবাল অ্যাডভাইসারি কমিটি (Global Advisory Committee) গড়েছিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) ৷ এদিন সেই কমিটির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠকে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Vinayak Banerjee) ৷ তিনি সাংবাদিক বৈঠকেও ছিলেন ৷