পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee : মরতে রাজি আছি, কিন্তু দেশকে বিজেপির হাত থেকে বাঁচাতে হবে : মমতা

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে সরাসরি বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ছাত্র সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানালেন তিনি ৷

mamata banerjee said that she is ready to die but must protect india from bjp
Mamata Banerjee : মরতে রাজি আছি, কিন্তু দেশকে বিজেপির থেকে বাঁচাতে হবে : মমতা

By

Published : Aug 28, 2021, 5:47 PM IST

কলকাতা, 28 অগস্ট : বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন, ‘‘মরতে রাজি আছি, কিন্তু দেশকে বিজেপির হাত থেকে বাঁচাতে হবে ৷’’

আর বিজেপির হাত থেকে দেশকে বাঁচাতে তিনি ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ৷ পাশাপাশি তিনি তৃণমূল ছাত্র পরিষদকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ৷ টিএমসিপির কর্মীদের সারা দেশে ছড়িয়ে পড়ে সকলের জন্য আন্দোলন করতে নির্দেশ দিয়েছেন মমতা ৷

আরও পড়ুন :Mamata Banerjee : এঁটে উঠতে না পারলেই ইডি-সিবিআইয়ের জুজু, বিজেপিকে আক্রমণ মমতার

একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা ৷ দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরেছেন ৷ তিনি জানিয়েছেন, বিজেপি ছাত্রছাত্রীদের কণ্ঠরোধ করছে ৷ শিক্ষক-শিক্ষিকাদের কণ্ঠরোধ করছে ৷ সোশ্যাল মিডিয়াতেও বাকস্বাধীনতা নেই বলে অভিযোগ তাঁর ৷

তাছাড়া বিজেপির বিরুদ্ধে মমতার অভিযোগ, সারা দেশে সব সম্পত্তি বিক্রি করে দিচ্ছে বিজেপি ৷ দেশের মাটি বিক্রি করে দিচ্ছে ৷ আর কী কী বিক্রি করবে বিজেপি, এই প্রশ্ন তুলে তোপ দেগেছেন মমতা ৷ এই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি ৷ স্টেশনে স্টেশনে গিয়ে জাতীয় সম্পত্তি বলে লিখে দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন :Mamata Banerjee : নন্দীগ্রামে আমাকে খুন করার চেষ্টা করেছিল, অভিযোগ মমতার

এছাড়াও তাঁর সরকার রাজ্যের উন্নয়নে কী কী কাজ করেছেন, তার খতিয়ান তুলে ধরেছেন মমতা ৷ স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রী, সবুজসাথী-সহ একাধিক প্রকল্প কীভাবে বাংলার মানুষের জীবনযাত্রা বদলে দিয়েছে, তাও জানিয়েছেন তিনি ৷

তরুণ প্রজন্মকে সরকারের উন্নয়নের কাজে সামিল করা হবে বলে জানিয়েছেন মমতা ৷ তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কার্যালয়ে প্রতি বছর 500 জন করে ইন্টার্ন নেওয়া হবে ৷ তাঁরা উন্নয়নমূলক কাজ কীভাবে হয়, তার প্রশিক্ষণ নেবেন ৷

আরও পড়ুন :Mamata Banerjee : সাংবিধানিক কাঠামো রক্ষায় মুখ্যমন্ত্রীদের সমাবেশের ডাক মমতার

ABOUT THE AUTHOR

...view details