কলকাতা, 26 নভেম্বর : সংবিধান দিবসে সংবিধানের পবিত্রতা রক্ষার কথা দেশবাসীকে মনে করালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ শুক্রবার টুইট করে সংবিধান দিবসের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী (mamata banerjee tweeted on constitution day) ৷ সেখানেই তিনি এই বিষয়টি উল্লেখ করেন ৷ তিনি ছাড়াও আরও অনেকে এদিন এই নিয়ে টুইট করেন ৷
Mamata Banerjee on Constitution Day : সংবিধানের পবিত্রতা রক্ষার দায়িত্ব স্মরণ করালেন মমতা - কংগ্রেস
আজ সংবিধান দিবস (Constitution Day 2021) ৷ সেই উপলক্ষ্যেই অনেকেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই ৷ সেই তালিকায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷
মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, ‘‘দেশ হিসেবে আমাদের সংবিঘধানের পবিত্রতা রক্ষা করতে হবে (As a nation, we must strive to protect its sanctity) ৷ এর নীতি ও মূল্যবোধকে এগিয়ে নিয়ে যাওয়া থেকে কখনও পিছিয়ে আসা যাবে না ৷’’ এই বিশেষ দিনে তিনি সংবিধান প্রণেতা সেই সব মহান নেতাদের স্মরণ করেছেন ৷
তিনি ছাড়াও এদিন সংবিধান দিবসের শুভেচ্ছা জানাতে টুইট করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee) ৷ অভিষেক লিখেছেন, দেশের এই পবিত্র দিনে ভারতবাসীর শপথ নেওয়া উচিত, যাতে কেউ কোনওদিন সংবিধানের মূল্যবোধ ও নীতিকে নষ্ট করতে না পারে ৷
সংবিধান দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) লিখেছেন, ‘‘ন্যায় ও অধিকার সবার জন্য সমান হওয়া উচিত, যাতে সংবিধান শুধু একটি কাগজে না পরিণত হয় ৷ এটা আমাদের সকলের দায়িত্ব ৷