কলকাতা, 8 মে : ঘূর্ণিঝড় অশনির কারণে জেলা সফর সূচিতে বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী 10 মে অর্থাৎ, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর ৷ কিন্তু আবহাওয়া অফিসের পূর্বাভাস আগামী 10 মে থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ৷ 11-13 মে দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস ৷ প্রভাব পড়তে পারে পশ্চিম মেদিনীপুরেও ৷ সামগ্রিক পরিস্থিতি আগাম পর্যালোচনা করে জেলা সফরের দিনবদল করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee revised her visit schedule to West Midnapore and Jhargram) ৷
নবান্ন সূত্রে খবর, 10 মে-র পরিবর্তে আগামী 17 মে মেদিনীপুর কলেজিয়েট স্কুল ময়দানে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকে নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । পরদিন অর্থাৎ, 18 মে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত স্তরীয় নেতাদের নিয়ে বৈঠক করবেন তিনি । একইভাবে ঝাড়গ্রামেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক এবং পঞ্চায়েত স্তরীয় নেতাদের সঙ্গে বৈঠকে এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে । ঝাড়গ্রামে 19 মে মুখ্যমন্ত্রী তাঁর কর্মসূচি রূপায়ণ করবেন বলে জানা যাচ্ছে ।