পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Removes Partha: পার্থকে মন্ত্রিসভা থেকে সরালেন মমতা - Abhishek Banerjee

গত শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) গ্রেফতার হয়ে ইডি হেফাজতে রয়েছেন তিনি ৷ বৃহস্পতিবার তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷

Mamata Banerjee Removes Partha Chatterjee from Cabinet
Mamata Removes Partha: পার্থকে মন্ত্রিসভা থেকে সরালেন মমতা

By

Published : Jul 28, 2022, 4:15 PM IST

Updated : Jul 28, 2022, 4:43 PM IST

কলকাতা, 28 জুলাই : শিল্প, বাণিজ্য, পরিষদীয় এবং তথ্যপ্রযুক্তি - তিনটি দফতর থেকেই সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) । কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দেওয়া হল ।

এদিন সকাল থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে দলের অন্দরে চাপ বাড়ছিল । একাধিক মুখপাত্র দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া এই মন্ত্রীকে সরিয়ে দেওয়া নিয়ে মন্তব্য করছিলেন । এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকের শেষে জানিয়ে দেওয়া হয় বৃহস্পতিবার দুপুর থেকেই মন্ত্রিসভা থেকে অপসারিত হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় । এতদিন পার্থ চট্টোপাধ্যায়ের হাতে থাকা এই তিন দফতর এখন থেকে দেখবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ।

পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানোর বিজ্ঞপ্তি

প্রসঙ্গত, গত শনিবার গ্রেফতার হন রাজ্যের শিল্প ও পরিষদীয় দফতরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । এরপর ছ’দিন কেটে গিয়েছে, কিন্তু থেকে লম্বা সময় অতিবাহিত হলেও দল বা সরকারের তরফ থেকে এই নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি । এমনকি তৃণমূলের (Trinamool Congress) তরফ থেকে এই কথাও বলা হয়, দোষী সাব্যস্ত হলে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।

কিন্তু বিরোধীদের তরফে বারবার মন্ত্রিসভা থেকে পার্থকে সরানোর দাবি তোলা হয়েছে ৷ বৃহস্পতিবার সকাল থেকে একই দাবি ওঠে তৃণমূলের অন্দর থেকে ৷ প্রশ্ন তোলা হয়, গ্রেফতার হওয়ার পর পার্থর করা বিভিন্ন মন্তব্য নিয়ে ৷ কারণ, যতবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ প্রাক্তন শিক্ষামন্ত্রী পেয়েছেন, ততবার তিনি একবারও নিজের স্বপক্ষে যুক্তি সাজাননি ৷ বরং শনিবার বলেছেন যে ইডি তাঁর বাড়িতে থাকাকালীন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন ৷ কিন্তু মুখ্যমন্ত্রী ফোন ধরেননি ৷ এর পর মঙ্গলবার তিনি পালটা প্রশ্ন তোলেন যে মন্ত্রিত্ব কেন ছাড়বেন ?

পার্থ চট্টোপাধ্যায়ের হাতে থাকা দফতরগুলি মুখ্যমন্ত্রীর অধীনে থাকার বিজ্ঞপ্তি

এরই মধ্যে ইডি তদন্ত চলাকালীন দু’দফায় প্রায় 50 কোটি টাকা উদ্ধার করে ফেলেছে ৷ কয়েক কোটি টাকার সম্পত্তিও উদ্ধার করেছে ৷ আর অর্পিতা মুখোপাধ্য়ায় (Arpita Mukherjee) জেরায় জানিয়েছেন যে ওই টাকা পার্থর৷ ফলে চাপ আরও বাড়ে পার্থকে সরানো নিয়ে ৷

শেষ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরিয়েই দিলেন মুখ্যমন্ত্রী ৷ এদিন নবান্নে এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পার্থদার কাছে যা যা দফতরগুলি ছিল, সেগুলো আমার কাছে আসছে৷ আমি হয়তো কিছুই করব না ৷ নতুন করে যতক্ষণ না মন্ত্রিসভা গঠন করছি, ততক্ষণ আমি পার্থদাকে রিলিফ করেছি ৷’’

কিন্তু এখন দেখার তৃণমূলে তাঁর কী হয় ? কারণ, এখন তিনি দলের মহাসচিব ৷ আজ বিকেলেই দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডেকেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ সেখানে এবার কী সিদ্ধান্ত হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷ তৃণমূল সূত্রে খবর, মন্ত্রিত্ব নয় শুধু, দলের সব ধরনের পদ থেকেও পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হতে পারে ।

আরও পড়ুন :Kunal Tweets to Remove Partha: পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব ও দল থেকে সরানো হোক, টুইট কুণাল ঘোষের

Last Updated : Jul 28, 2022, 4:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details