কলকাতা, 28 জুলাই : শিল্প, বাণিজ্য, পরিষদীয় এবং তথ্যপ্রযুক্তি - তিনটি দফতর থেকেই সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) । কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দেওয়া হল ।
এদিন সকাল থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে দলের অন্দরে চাপ বাড়ছিল । একাধিক মুখপাত্র দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া এই মন্ত্রীকে সরিয়ে দেওয়া নিয়ে মন্তব্য করছিলেন । এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকের শেষে জানিয়ে দেওয়া হয় বৃহস্পতিবার দুপুর থেকেই মন্ত্রিসভা থেকে অপসারিত হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় । এতদিন পার্থ চট্টোপাধ্যায়ের হাতে থাকা এই তিন দফতর এখন থেকে দেখবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ।
প্রসঙ্গত, গত শনিবার গ্রেফতার হন রাজ্যের শিল্প ও পরিষদীয় দফতরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । এরপর ছ’দিন কেটে গিয়েছে, কিন্তু থেকে লম্বা সময় অতিবাহিত হলেও দল বা সরকারের তরফ থেকে এই নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি । এমনকি তৃণমূলের (Trinamool Congress) তরফ থেকে এই কথাও বলা হয়, দোষী সাব্যস্ত হলে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।
কিন্তু বিরোধীদের তরফে বারবার মন্ত্রিসভা থেকে পার্থকে সরানোর দাবি তোলা হয়েছে ৷ বৃহস্পতিবার সকাল থেকে একই দাবি ওঠে তৃণমূলের অন্দর থেকে ৷ প্রশ্ন তোলা হয়, গ্রেফতার হওয়ার পর পার্থর করা বিভিন্ন মন্তব্য নিয়ে ৷ কারণ, যতবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ প্রাক্তন শিক্ষামন্ত্রী পেয়েছেন, ততবার তিনি একবারও নিজের স্বপক্ষে যুক্তি সাজাননি ৷ বরং শনিবার বলেছেন যে ইডি তাঁর বাড়িতে থাকাকালীন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন ৷ কিন্তু মুখ্যমন্ত্রী ফোন ধরেননি ৷ এর পর মঙ্গলবার তিনি পালটা প্রশ্ন তোলেন যে মন্ত্রিত্ব কেন ছাড়বেন ?