পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সুষমাজির অভাব অনুভব করব, টুইট মমতার - indian politician death

সুষমা স্বরাজের প্রয়াণে টুইটে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

সুষমাজির অভাব অনুভব করব, টুইট মমতার

By

Published : Aug 7, 2019, 10:24 AM IST

কলকাতা, 7 অগাস্ট : প্রাক্তন বিদেশমন্ত্রী তথা BJP নেত্রী সুষমা স্বরাজের অকস্মাৎ প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে । সুষমার প্রয়াণে শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও, প্রাক্তন বিদেশমন্ত্রীর সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো ছিল মমতার, টুইটে লিখেছেন সে কথা ৷

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, "সুষমা স্বরাজজির অকস্মাৎ প্রয়াণে মর্মাহত আমি । নয়ের দশক থেকে ওঁকে চিনতাম ।''

তাঁর কথায়, সুষমার সঙ্গে তাঁর আদর্শগত পার্থক্য ছিল, দুজনে কিন্তু সংসদে একসঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছেন । সুষমাকে একজন অসামান্য রাজনীতিক ও নেত্রী বলেও উল্লেখ করেন মমতা৷

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লেখেন, সুষমা সবার উপরে একজন অসাধারণ ভালো মানুষ ছিলেন । তাঁর কথায়, ''ওঁর অভাব বোধ করব । ওঁর পরিবার এবং সমর্থকদের সমবেদনা জানাই ।''

ABOUT THE AUTHOR

...view details