কলকাতা, 20 জুন : সম্প্রীতি বিনষ্টকারীদের সমর্থন নয় । সোমবার রাজ্য বিধানসভায় স্পষ্টভাবে একথা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । সোমবার নূপুর শর্মা ইস্যু উঠল রাজ্য বিধানসভায় (Bengal Assembly) ।
বিজেপি থেকে বহিষ্কৃত ওই নেত্রীর বিতর্কিত মন্তব্যের জেরে সম্প্রীতি নষ্ট হচ্ছে । কিন্তু বাংলা সবসময়ে শান্তির পক্ষে, শান্তি বজায় রেখেছে । এই মর্মে সোমবার রাজ্য বিধানসভায় নূপুর শর্মার বিরুদ্ধে নিন্দাপ্রস্তাব পেশ করে রাজ্যের শাসক দল । এদিন বিধানসভায় এই প্রস্তাব পেশ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee) ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই প্রস্তাবের উপর নিজের বক্তব্য রাখেন (Mamata Banerjee Reaction on Nupur Sharma Comment Row) । সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে সওয়াল করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও (Bengal Assembly Speaker Biman Banerjee) । তবে এই প্রস্তাব পাস হওয়া পর্যন্ত বিধানসভায় ছিল না বিরোধী দল বিজেপি (BJP) । তারা মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার সময় বিধানসভা ছেড়ে ওয়াকআউট করেন । বিধানসভায় উপস্থিত একমাত্র বিরোধী দলের প্রতিনিধি আব্বাস সিদ্দিকী এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন ।
এদিন পার্থ চট্টোপাধ্যায় যে প্রস্তাব নিয়ে আসেন, সেখানে বলা হয় যে রাজ্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে অগ্রণী ভূমিকা নিয়েছে রাজ্য সরকার । তবে সারা দেশে যেভাবে সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছে, তা আসলে মূল বিষয়, কর্মসংস্থান ও উন্নয়ন থেকে নজর ঘোরানোর চেষ্টা । ধর্মের নামে, বিজেপির এক মুখপাত্র মন্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চলাচ্ছে । এই ধরনের মন্তব্য করা এবং তাকে ঘিরে উস্কানি দেওয়ার চেষ্টার বিরুদ্ধে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক ।
এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কারও নাম করে আমি বলব না, তাহলে বিচারাধীন বিষয় নিয়ে বলা হয়ে যাবে । এ ধরনের ঘটনায় নাম নিয়ে আক্রমণ সংসদীয় রীতি-নীতির পরিপন্থী । যে বিষয়টি পার্থ চট্টোপাধ্যায় বিধানসভার তুলেছেন, সেটি না রাখলে ভুল হত । আজকে ঘৃণার রাজনীতি, বিদ্বেষমূলক রাজনীতি, উস্কানি ও প্ররোচনার রাজনীতি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে । এই ধরনের রাজনীতি ভবিষ্যতকে কি পথ দেখাবে, তা নিয়ে প্রশ্ন থাকছে ।’’