কলকাতা, 11 এপ্রিল : হাঁসখালির ঘটনায় মিডিয়া ট্রায়াল নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । তাঁর অভিযোগ, টিআরপি বাড়াতে গিয়ে নীতিহীন কাজ করছে সংবাদমাধ্যমগুলো । এই নীতিহীন সংবাদ প্রচারের কড়া নিন্দা করেন বাংলার মুখ্যমন্ত্রী । তাঁর আশ্বাস, বাংলায় তদন্ত রাজনীতির রং দেখে হয় না । অপরাধীরা শাস্তি পাবে বলে আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের ।
প্রসঙ্গত, সোমবার ছিল সংস্কারের পর নতুন করে মিলন মেলা প্রাঙ্গণের উদ্বোধন । নয়া সাজে আন্তর্জাতিক মানের এই মেলা প্রাঙ্গণে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যের একটা বড় অংশজুড়ে মিডিয়ার সমালোচনায় সরব হন । মিডিয়ার ভূমিকা নিয়ে বলতে গিয়ে এদিন হাঁসখালির প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Reaction on Hanskhali Rape) ।
তিনি বলেন, ‘‘হাঁসখালিতে খুব খারাপ ঘটনা ঘটেছে । মেয়েটি মারা গিয়েছে 5 তারিখ, পুলিশ জেনেছে 10 তারিখে । এক্ষেত্রে আপনি ধর্ষণ বলবেন নাকি অন্তঃসত্ত্বা বলবেন নাকি প্রেমের সম্পর্ক বলবেন ? সেটা খতিয়ে দেখেছেন কী ? আমি পুলিশকে জিজ্ঞাসা করেছি ।’’
তাঁর আরও প্রশ্ন, ‘‘আপনারা বলুন কোনওরকম অভিযোগ থাকলে 5 তারিখ পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন না কেন ? দেহটা পুড়িয়ে দেওয়া হল । আমি সবটা না জেনেও বলছি প্রমাণ পাবে কোথা থেকে ? আসলে ধর্ষণ নাকি অন্তঃসত্ত্বা ছিল নাকি অন্য কোনও কারণ আছে ? নাকি কেউ ধরে দু'টো চড় মেরেছে ? শরীরটা খারাপ হয়েছে ।’’
একই সঙ্গে তিনি বলেন, ‘‘প্রেমের সম্পর্ক তো ছিলই শুনেছি । বাড়ির লোক, পাড়ার লোকেরাও জানত । এখন যদি কোনও ছেলেমেয়ে, কেউ কারও সঙ্গে প্রেম করে, আমার পক্ষে তাকে আটকানো সম্ভব নয় । এটা উত্তরপ্রদেশ নয় যে লাভ জিহাদ করব । এটা তার স্বাধীনতা । হ্যাঁ এটা আমরা নিশ্চয়ই দেখব, যদি কেউ কোনও অন্যায় করে তার ব্যবস্থা নেওয়া হবে । গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারির ক্ষেত্রে কোনও রং দেখা হচ্ছে না ।’’