কলকাতা, 3 ফেব্রুয়ারি : জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়সহ দিল্লির শাহিনবাগে গুলি চালানোর ঘটনায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক সেরে বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ৷ বার বার গুলির চালানোর ঘটনা প্রসঙ্গে বলেন, "আমিও সব দেখেছি ৷ আমি বুঝতে পারছি না কী করে একজন মুখ্যমন্ত্রী (যোগী আদিত্যনাথ ) বলতে পারেন, কথা না শুনলে গুলি চালানো হবে (বোলি নেহি শুনেগা তো গোলি চালা দেগা ) ৷ আমি এ ধরনের মন্তব্য আগে কখনও শুনিনি ৷ কেন্দ্রীয় মন্ত্রীও একই কথা বলছেন ৷ আমি বুঝতে পারি না কেন ওরা সব সময় এই (ধর্ম) কার্ড নিয়ে খেলে ৷ "
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার মনে হয়, দিল্লিবাসীকে অপমান করা উচিত নয় ৷ সামনেই দিল্লিতে নির্বাচন ৷ আপনাদের কাছে কোনও রাজনৈতিক ইশু নেই ৷ তাই আপনারা খালি ধর্মের কার্ড নিয়ে খেলবেন ৷ আর দেশের স্বার্থে কেউ কোনও কথা বললে তাকে আপনারা সন্ত্রাসবাদী তকমা দেবেন, দেশদ্রোহী বলবেন, তাহলে আমাদের বাকস্বাধীনতা কোথায় যাবে ৷ কারণ আমরা তো সংবিধান অনুসরণ করে কথা বলি ৷ আমি বুঝতে পারি না কেন তারা ধর্মের কার্ড নিয়ে খেলে ৷ তাদের উচিত উন্নয়ন, মানবিকতার কার্ড খেলা ৷ তাদের বেকার সমস্যা ইশুতে কথা বলা উচিত ৷ আমরা আমাদের দেশকে নিয়ে গর্বিত ৷ কিন্তু আজকাল সবাই আমাদের দেশকে নিয়ে সমালোচনা করছে ৷ আমরা এটা অপছন্দ করি ৷ কারণ আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি ৷ তাই আমার মনে হয় ভয় পেয়েছে ৷ একটা কথা আছে যে ভয় পায় তাকে মরতে হয় ৷ আর যে লড়াই করে সে জেতে ৷ " তিনি আরও বলেন, "শান্তিপূর্ণভাবে আন্দোলন যে কেউ করতে পারে ৷ তাদের ওপর আক্রমণ কেন হবে ? সুপ্রিম কোর্ট তো বলেছে যে হিংসা ও অশান্তি না করে শান্তিপূর্ণ আন্দোলন যে কেউ করতে পারে । আমাদের এখানেও তো পার্কসার্কাসে আন্দোলন চলছে । কই কেউ তো তাদের ডিস্টার্ব করছে না । "