পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee : ঠিক ভোটের আগেই অভিষেককে ইডির সমন, সরব মমতা - Suvendu Adhikari

অভিষেককে দিল্লিতে তলব করা নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তাঁর অভিযোগ, নির্বাচন ঘোষণা হওয়ার পরই তাঁকে তলব করেছে ইডি ৷ তদন্তকারী সংস্থাগুলিকে ইচ্ছামতো ব্যবহার করছে বিজেপি ৷

ঠিক ভোটের আগেই অভিষেককে ইডির সমন, সরব মমতা
ঠিক ভোটের আগেই অভিষেককে ইডির সমন, সরব মমতা

By

Published : Sep 9, 2021, 8:24 AM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর : "যেই ভোট এল, অভিষেক নোটিশ পেল ৷" চেতলার কর্মিসভা থেকে ঠিক এভাবেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তাঁর অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে পরিকল্পনামাফিক ব্যবহার করছেন নরেন্দ্র মোদি (Narendra Modi) ও অমিত শাহ (Amit Shah) । এদিকে নাম না করে একাধিকবার শুভেন্দু অধিকারীকেও (Suvendu Adhikari) আক্রমণ করলেন মমতা । এরপরই রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতার মন্তব্য, "নেংটি ইঁদুর নই, আমরা রয়্যাল বেঙ্গল টাইগার ।"

ভবানীপুরে উপ-নির্বাচনের জন্য চেতলায় তৃণমূলের কর্মিসভায় মমতার অভিযোগ, ঘাসফুল শিবিরের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে । তৃণমূল সরকারকে জব্দ করতে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে । বলেন, "বিধানসভা নির্বাচনের আগেও তৃণমূলকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল । এজেন্সি-সহ সমস্ত শক্তি প্রয়োগ করা হয়েছিল । কিন্তু আমরা লড়াই করেছি এবং জিতেছি । বিজেপি কোনওদিন কারও সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে পারেনি । কংগ্রেসের সঙ্গে পারেনি । ওদেরও এজেন্সি দেখিয়েছিল ।"

এখানেই শেষ নয় ৷ মমতার আরও অভিযোগ, "যেই উপনির্বাচন ঘোষণা হল, অভিষেক নোটিশ পেল, পার্থ চট্টোপাধ্যায় নোটিশ পেল । অকারণে মামলাটি দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে । অভিষেককে ন'ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল । তারপর একদিনের ব্যবধানে আবার হাজিরার জন্য ডেকে পাঠিয়েছে ।" মমতার চ্যালেঞ্জ, "অভিষেকের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকলে তা দেখানো হোক ।" সঙ্গে হুঁশিয়ারি দিলেন, এজেন্সি দেখিয়ে কংগ্রেস, শরদ পওয়ারকে জব্দ করেছে কেন্দ্রের বিজেপি সরকার । কিন্তু তাঁকে জব্দ করা যাবে না । মমতার স্পষ্ট বার্তা, "ভবানীপুরে উপনির্বাচনের আগে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই আবার উঠে পড়ে লেগেছে বিজেপি ।"

গত সোমবার কয়লা মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে ন'ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সূত্রের খবর, 48 ঘণ্টা কাটতে না কাটতেই আবারও তাঁকে দিল্লিতে তলব করা হয় । যদিও এত তাড়াতাড়ি কলকাতা থেকে দিল্লিতে যেতে পারবেন না বলে জানিয়েছেন অভিষেক । তারই মধ্যে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগে মমতা বলেন, "ভয়ে কেন দিল্লিতে কেস নিয়ে গেলেন ? এখানে করুন না । যাঁকে ইচ্ছা ডাকুন । কলকাতায় তো অফিস আছে । দিল্লিতে কীসের জন্য নিয়ে যাওয়া হয় ? এখানে করুন । কলকাতায় করুন । এখানে তো আপনার অফিস আছে । কলকাতার কেস কোন রাজনৈতিক অসৎ উদ্দেশে দিল্লিতে নিয়ে যান ? ক্ষমতা থাকলে এখানে (জিজ্ঞাসাবাদ) করুন । যাঁকে যাঁকে ডাকবেন, তাঁরা যাবেন ।"

আরও পড়ুন : Mamata Banerjee: নন্দীগ্রামে প্রচুর ছাপ্পা হয়েছে, ভবানীপুরের কর্মিসভায় তোপ মমতার

ABOUT THE AUTHOR

...view details