পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC Election 2021 : পৌরভোটের প্রচারমঞ্চে ক্ষিতিকন্যাকে প্রশংসায় ভরালেন মমতা

বৃহস্পতিবার আসন্ন কলকাতা পৌরভোটের (KMC Election 2021) প্রচারমঞ্চ থেকে ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামীর প্রশংসায় পঞ্চমুখ হলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee Praises Basundhara Goswami) ৷ আসন্ন নির্বাচনে কলকাতার 96 নম্বর ওয়ার্ডে বসুন্ধরাকে প্রার্থী করেছে তৃণমূল ৷

mamata banerjee praises basundhara goswami at kmc election 2021 vote campaign
KMC Election 2021 : পৌরভোটের প্রচারমঞ্চে ক্ষিতিকন্যাকে প্রশংসায় ভরালেন মমতা

By

Published : Dec 16, 2021, 9:25 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর : প্রথম প্রকাশ্যে এসেছিলেন অনিলকন্যা অজন্তা বিশ্বাসের হয়ে কলম ধরে ৷ আর এখন তিনি কলকাতা পৌর নির্বাচনের (KMC Election 2021) তৃণমূল কংগ্রেস প্রার্থী ৷ তিনি ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী ৷ বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার বাঘাযতীনের প্রচারসভা থেকে বসুন্ধরার প্রশংসায় পঞ্চমুখ হলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee Praises Basundhara Goswami) ৷

আরও পড়ুন :KMC Election 2021: কেন্দ্রীয় বাহিনী নয়, কলকাতা পৌর ভোটের দায়িত্বে রাজ্য পুলিশ, নির্দেশ কলকাতা হাইকোর্টের

আসন্ন কলকাতা পৌরভোটে বসুন্ধরাকে 96 নম্বর ওয়ার্ডের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস ৷ ভোটে জিততে প্রথম দিন থেকেই প্রচারে জোর দিয়েছেন ক্ষিতিকন্যা ৷ আর এদিন স্বয়ং মমতা তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন ৷ এদিনের সভার শুরুতেই বসুন্ধরাকে কাছে ডেকে নেন মমতা ৷ বলেন, ‘‘তুমি মাস্কটা খুলে একটু এগিয়ে এস ৷’’ তারপর উপস্থিত জনতার উদ্দেশে বসুন্ধরাকে দেখিয়ে বলেন, ‘‘ও ক্ষিতি গোস্বামীর মেয়ে ৷ আগে কারা দফতরে কাজ করত ৷ কিন্তু, তৃণমূল কংগ্রেস করবে বলে, মানুষের পাশে থাকবে বলে চাকরিটাও ছেড়ে দিয়েছে ৷ ওকে বিধানসভা ভোটে অনেক কাজ করিয়েছি ৷’’

ভোটের প্রচারে বসুন্ধরা গোস্বামী ৷

এখানেই শেষ নয়, এদিনের প্রচারসভায় অন্য নতুন প্রার্থীদেরও ভূয়শী প্রশংসা করেন মমতা ৷ নতুন প্রজন্মের তৃণমূল নেতা, কর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমাদের দলে অনেক নতুন ছেলেমেয়ে এসেছে ৷ কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ড্রাইভার, কেউ রিকশাচালক ৷ সকলকে নিয়েই আমাদের দল ৷ একটা গাছে যখন ফুল বা ফল হয়, তখন সকলকে ভাগ করে দিতে হয় ৷ সকলকে নিয়ে চলতে হয় ৷’’

আরও পড়ুন :KMC election 2021: পৌরভোটের প্রচারে দক্ষিণী হাওয়া

ছাত্রাবস্থা থেকেই বাম রাজনীতির ঘনিষ্ঠ ছিলেন অজন্তা ও বসুন্ধরা ৷ অজন্তাকে তৃণমূলের মুখপত্রে কলম ধরার জন্য শাস্তির মুখে পড়তে হয়েছিল ৷ সেই সময় বিষয়টিকে মেনে নিতে পারেননি ক্ষিতি গোস্বামীর কন্যা ৷ তাই সরব হয়েছিলেন তিনি ৷ তবে বাম রাজনীতির সঙ্গে ক্ষিতিকন্যার দূরত্ব তাঁর বাবার মৃত্যুর পর থেকেই ৷ সূত্রের দাবি, যখন কোনও রাজনৈতিক দলই তাঁদের খবর রাখত না, তখন তাঁদের খবর রেখেছেন তৃণমূলনেত্রী ৷ তাই বাম শিবির ছেড়ে তৃণমূলে নাম লেখান বসুন্ধরা ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়ও তাঁকে যথাসম্ভব কাজের সুযোগ দেন ৷ পৌর নির্বাচনের টিকিটও সেই সুযোগেরই অঙ্গ ৷

ABOUT THE AUTHOR

...view details