পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পুজো কমিটিকে আয়কর নোটিশ, ধরনায় বসবে তৃণমূল - পুজো কমিটিকে আয়কর নোটিশ

আয়কর দপ্তর একাধিক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিশ পাঠানোর প্রতিবাদে ফেসবুক পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা

By

Published : Aug 11, 2019, 3:37 PM IST

Updated : Aug 11, 2019, 4:18 PM IST

কলকাতা, 11 অগাস্ট : আয়কর দপ্তর একাধিক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে । এর প্রতিবাদে মঙ্গলবার সুবোধ মল্লিক স্কয়্যারের সামনে ধরনায় বসবে তৃণমূল কংগ্রেস । এ কথা আজ জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ এক ফেসবুক পোস্টের মাধ্যমে দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর দিতে বলায় অসন্তোষ প্রকাশ করেন মমতা ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, "উৎসব সকলের । কোনও পুজোতে ট্যাক্স বসানো হোক, আমরা চাই না । এটা সংগঠকদের ওপর একটি বাড়তি বোঝা হবে । বাংলা সরকার গঙ্গাসাগর মেলার ওপর থেকে ট্যাক্স সরিয়ে নিয়েছে । আমাদের দাবি, দুর্গাপুজো কমিটিগুলির ওপর কোনও রকম ট্যাক্স বসানো চলবে না ।"

এই প্রসঙ্গে BJP-র সমালোচনা করে তিনি বলেন, "নির্বাচন এলে তারা হিন্দু-মুসলমান বিভেদ লাগায় । আমি শুধু একটা জিনিস বলতে চাই, যখন কোনও রাজনৈতিক দল অনুদান ব্যবহার করে নির্বাচনে লড়াই করে তখন তা আয়করের আওতায় আসে না । তাহলে মানুষের অনুদানে করা পুজো করতে কেন আয়কর দিতে হবে ?" তিনি আরও লেখেন, "আমি এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি । এটি দুর্গাপুজোর অপমান । আমি খুব দুঃখ পেয়েছি । ওরা বাংলার মানুষকে সবসময় হেনস্থা করে ।"

Last Updated : Aug 11, 2019, 4:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details