কলকাতা, 6 ফেব্রুয়ারি: রবিবার সকালে প্রয়াত হলেন লতা মঙ্গেশকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর । ভারতরত্নের প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee pays tribute to Lata Mangeshkar) । টুইটে তিনি লেখেন, "দেশের অন্যতম সঙ্গীতশিল্পী 'ভারতরত্ন' লতা মঙ্গেশকরকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই।"
সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করেন সঙ্গীতশিল্পী থেকে শুরু করে সব জগতের একাধিক মানুষ। শোকপ্রকাশ করেন একাধিক রাষ্ট্রনেতা। টুইটে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকপ্রকাশ করেন আরও অনেকে। লতা মঙ্গেশকরের মৃত্যুতে 2 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে গোটা দেশে। সোমবার পশ্চিমবঙ্গেও অর্ধদিবস ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি 15 দিন ধরে গোটা রাজ্যে লতার গান বাজবে বলেও জানান তিনি ৷