পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Netaji Birth Anniversary : ‘দেশনায়ক দিবস’-কে ফের জাতীয় ছুটি ঘোষণার দাবি মমতার - Netaji Birth Anniversary

ফের 23 জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণার দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটারে নেতাজিকে শ্রদ্ধা জানাতে গিয়ে এই দাবি করেন তিনি (Netaji Birth Anniversary) ৷

Netaji Birth Anniversary
‘দেশনায়ক দিবস’ ঘোষণার দাবি মুখ্যমন্ত্রীর

By

Published : Jan 23, 2022, 8:11 AM IST

Updated : Jan 23, 2022, 10:29 AM IST

কলকাতা, 23 জানুয়ারি :নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী ঘিরে কেন্দ্র-রাজ্য তরজা অব্যাহত ৷ গতবছর থেকে 23 জানুয়ারি দিনটি ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ আজ ইন্ডিয়া গেটে বসছে দেশনায়কের হলোগ্রাম স্ট্যাচু ৷ অন্যদিকে সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় নেতাজিকে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই কেন্দ্রের কাছে তাঁর দাবি, 23 জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা করা হোক ৷ পাশাপাশি 'পরাক্রম' নয়, নেতাজির জন্মদিনকে 'দেশনায়ক দিবস' হিসেবে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী (Netaji Birth Anniversary) ৷

আরও পড়ুন : রবীন্দ্রনাথের ‘দেশনায়ক’ নেতাজি বিশ্বভারতী থেকে কার্যত ব্রাত্য

আজকের দিনে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার ৷ টুইটারে নেতাজিকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নেতাজির নামে আলাদা ট্যাবলো থাকবে ৷ সকাল 11টায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজিকে শ্রদ্ধা জানাবেন স্বস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷

গতবছর কলকাতায় এসে নেতাজির জন্মদিবসকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাল্টা দিনটিকে দেশনায়ক দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চলতি বছরেও সেই তরজা অব্যাহত থাকল ৷

Last Updated : Jan 23, 2022, 10:29 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details